TRENDING:

Online Shopping Tips: ঘনঘন অনলাইন কেনাকাটি করেন? এই উপায়ে শপিংয়ে বাঁচতে পারে মোটা টাকা

Last Updated:

অনেকেই হয়তো জানেন না অনলাইনে কেনাকাটা করার সময় মোটা টাকা সঞ্চয় করা সম্ভব। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Online Shopping Tips: কেনাকাটা করতে কে না ভালবাসেন! আর গত কয়েক বছরে দোকান বাজারে ঘুরে ঘুরে কেনাকাটা করার পাশাপাশি বেড়েছে অনলাইন কেনাকাটা-এর জনপ্রিয়তা।
advertisement

একই সঙ্গে হরেক জিনিস দেখতে পাওয়া আর আকর্ষণীয় ছাড় মানুষের মধ্যে কেনাকাটা করার স্পৃহা বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। কারণ অনলাইনে কেনাকাটা করা খুবই সহজ। ঘরে বসেই নিজেদের পছন্দ অনুযায়ী জিনিস পাওয়া যায়। যাঁরা কেনাকাটা করতে ভালবাসেন তাঁদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ টিপস। অনেকেই হয়তো জানেন না অনলাইনে কেনাকাটা করার সময় মোটা টাকা সঞ্চয় করা সম্ভব। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়—

advertisement

ডাউনলোড করতে হবে এই অ্যাপ -

অনলাইন কেনাকাটা করার সময় টাকা বাঁচানোর জন্য স্মার্টফোনে ডাউনলোড করতে হবে একটি অ্যাপ। এই অ্যাপের নাম হল Price History Track & Save। গুগল প্লে স্টোর থেকে এই বিনামূ্ল্য অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে। এরপর অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অন্য যে কোনও অনলাইন ই-কমার্স প্লাটফর্মে কেনাকাটা করার আগে এই অ্যাপে গিয়ে সেই পণ্যের দাম দেখে নিতে হবে। কোন প্লাটফর্মে কত দামে তা পাওয়া যাচ্ছে বোঝা হয়ে গেলে যে ই-কমার্স সংস্থা সব থেকে কম দামে পণ্যটি বেচছে, সেখান থেকেই কিনে নেওয়া যাবে।

advertisement

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

কী ভাবে খুঁজতে হবে পণ্যের দাম—

১ - প্রাইজ ট্র্যাক করার জন্য বা পণ্যের সঠিক দাম জানার জন্য প্রথমেই নিজের স্মার্টফোনে Price History Track & Save অ্যাপটি ডাউনলোড করতে হবে।

advertisement

২ - কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে কেনাকাটা করলে ওয়েবসাইটের সাহায্য নিতে হবে।

৩ - এই অ্যাপ ডাউনলোড করার পর সেটি খুলে যে পণ্য কিনতে চান সেই পণ্যের লিঙ্ক কপি করতে হবে।

৪. - সেই পণ্যের লিঙ্ক ওয়েবসাইট অথবা অ্যাপে পেস্ট করে প্রাইজ ট্যাগে ক্লিক করতে হবে।

৫ - এরপর আলাদা আলাদা প্ল্যাটফর্মে সেই পণ্যের কত দাম, তা দেখা যাবে।

advertisement

৬ - এরপর যে প্ল্যাটফর্মে সেই পণ্যের দাম সবথেকে কম, সেখান থেকেই কেনা যাবে।

CRED-অ্যাপের মাধ্যমে পেমেন্ট-এ ছাড়—

সেরা ভিডিও

আরও দেখুন
৩০০ বছরের প্রাচীন কালীপুজো, মুর্শিদাবাদের বাম কালীকে ঘিরে রয়েছে অজস্র কাহিনী!
আরও দেখুন

কেনাকাটার সময় ডিসকাউন্ট কুপন পাওয়ার জন্য নিজেদের স্মার্টফোনে CRED অ্যাপ ডাউনলোড করা যেতে পারে। গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে এটি ডাউনলোড করতে পারবে। এই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে ‘রিওয়ার্ড পয়েন্টে’র সঙ্গে সঙ্গে কুপনের কোডও পাওয়া যায়, যা ব্যবহার করে অতিরিক্ত জিনিস ক্রয় করা সম্ভব। এই অ্যাপে বেশ কিছু কুপন আগে থেকেই উপলব্ধ রয়েছে। সেই কুপনের কোড এন্টার করে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে সরাসরি ছাড় পাওয়া যেতে পারে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Online Shopping Tips: ঘনঘন অনলাইন কেনাকাটি করেন? এই উপায়ে শপিংয়ে বাঁচতে পারে মোটা টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল