কী কী থাকছে এই ফোনে?
• এই স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকমের লেটেস্ট এবং সব থেকে পাওয়ারফুল প্রোসেসর, স্ন্যাপড্রাগন ৮৪৫।
• সঙ্গে থাকবে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।
তবে এই ফোনটির আরেকটি ভার্সনও বাজারে আনবে শাওমি ৷ যেটিতে থাকবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনটি মূলত একটি গেমিং ফোকাসড স্মার্টফোন হবে। অর্থাৎ, ফোনটিতে যাতে সব ধরনের গেম ভালোভাবে যাতে খেলা সম্ভব হয়, এটাই হবে এই স্মার্টফোনটির মূল লক্ষ্য। এ ছাড়া এই স্মার্টফোনটিতে থাকবে লিকুইড কুলিং সিস্টেমও যেটি গেম খেলার সময় ফোনটিকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।
advertisement
এই ফোনটি বর্তমানে শুধুমাত্র চিনেই পাওয়া যাবে। এই ফোনটির দাম ধরা হয়েছে প্রায় ৪৮০ ইউএস ডলারের মতো (৬+৬৪ ভার্সন) যা ভারতীয় টাকায় প্রায় ৩১ হাজার টাকার কাছাকাছি। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এই ফোনটি ভারতের বাজারে মুক্তি পেতে চলেছে ৷