ভিডিও স্টিকার -
মেসেজিং অ্যাপ Telegram-এর একটি জনপ্রিয় ফিচার হল অ্যানিমেটেড স্টিকার। কিন্তু Telegram এখন যে ভিডিও স্টিকার নিয়ে আসতে চলেছে তা ইউজাররা ব্যবহার করতে পারবে ভিডিও এডিটিং টুল হিসাবে। এর মাধ্যমে ইউজাররা ক্রিয়েট করতে পারবে অ্যানিমেটেড স্টিকার এবং সেটি ব্যবহার করতে পারবে বিভিন্ন ধরনের ভিডিওতে।
ইম্প্রুভড রিয়্যাকশন -
Telegram-এর লেটেস্ট ৮.৫ আপডেটের মাধ্যমে ইউজাররা ব্যবহার করতে পারবে স্মল রিয়্যাকশন। নতুন ফিচারের মাধ্যমে Telegram-এর ইউজাররা তাদের রিয়্যাকশন বদলাতে পারবে নিজেদের পছন্দ মতো।
advertisement
আরও পড়ুন: 'নগ্ন নাকি?', 'পাজামা কেনার টাকা নেই?' শ্রাবন্তীর হট ছবি দেখেই সমালোচনা নেট দুনিয়ায়...
নতুন রিয়্যাকশন এবং ইন্টারঅ্যাক্টিভ ইমোজি -
Telegram-এর লেটেস্ট ৮.৫ আপডেটের মাধ্যমে আসতে চলেছে নতুন পাঁচটি রিয়্যাকশন। মেসেজের ক্ষেত্রে এই নতুন পাঁচটি রিয়্যাকশন ব্যবহার করা যাবে। Telegram-এর নতুন পাঁচটি রিয়্যাকশন হল- হার্ট ফেস, মাইন্ডব্লোন, ওয়ান্ডারিং, অ্যাবিউজিং এবং ক্ল্যাপিং। এছাড়াও Telegram-এর ইউজাররা ব্যবহার করতে পারবে বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাক্টিভ ইমোজি।
আরও পড়ুন: সোহাগ রাতে সোলাঙ্কিকে জড়িয়ে ধরলেন গৌরব ! 'গাঁটছড়া'য় এবার শুধুই প্রেম !
ইম্প্রুভড নেভিগেশন -
Telegram-এর লেটেস্ট ৮.৫ আপডেটের মাধ্যমে ইউজাররা ব্যবহার করতে পারবে ইম্প্রুভড নেভিগেশন। এর মাধ্যমে ইউজাররা চ্যাট ওপেন, মেসেজ ফরোয়ার্ড, লিঙ্ক, ইউজারনেম, প্রোফাইলের নানা ধরনের কাজ করতে পারবে।
আরও পড়ুন: ভুবনের কাঁচা বাদাম গানে নাচলেন উরফি জাভেদ ! শরীরে প্রায় কিছুই নেই ! ভাইরাল ভিডিও
বাগ ফিক্সেস -
Telegram-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা জানুয়ারি মাসের দুই সপ্তাহ সম্পূর্ণ ফোকাস করেছে Telegram অ্যাপের বিভিন্ন ধরনের ইস্যুর ওপরে। তারা জানিয়েছে যে Telegram-এর লেটেস্ট ৮.৫ আপডেটের মাধ্যমে উন্নত হবে কল কোয়ালিটি, মেসেজ সেন্ড ইত্যাদি বিভিন্ন ধরনের প্রক্রিয়া। লেটেস্ট ৮.৫ আপডেটের মাধ্যমে উন্নত করে তোলা হবে Telegram অ্যাপ।