বর্ষার মরসুমে তাপমাত্রা কিছুটা কমে যায়। কিন্তু বাতাসে আর্দ্রতা (Humidity) অনেক বেড়ে যায়। এই সময়ে খাবার দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আর ফ্রিজের সঠিক সেটিং না থাকলে দুধ, সবজি এবং রান্না করা খাবার বেশিক্ষণ ভাল থাকে না।
এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হল, বর্ষার সময়ে ফ্রিজ কত নাম্বারে চালানো উচিত? ফ্রিজের ভিতরের তাপমাত্রা যত ঠান্ডা থাকবে, খাবার তত দীর্ঘ সময় পর্যন্ত ভাল থাকবে। কিন্তু খুব বেশি ঠান্ডা করলেও কিছু খাবারের উপর বরফ জমতে শুরু করে। অন্যদিকে, যদি ঠান্ডা কম থাকে তাহলে ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়াতে পারে।
advertisement
আরও পড়ুন- এক বালতি জলে শুধু মেশান এক টাকার এই জিনিস, একেবারে নতুন হয়ে যাবে বাইক!
ফ্রিজে সঠিক তাপমাত্রা সেট করা অত্যন্ত জরুরি। সাধারণভাবে ফ্রিজে ১ থেকে ৭ পর্যন্ত নম্বর দেওয়া থাকে টেম্পারেচার ডায়ালে।
মানে, যত বড় নম্বর হবে, তত বেশি ঠান্ডা হবে। যেমন- 1 = সবচেয়ে কম ঠান্ডা, 7 = সবচেয়ে বেশি ঠান্ডা। বর্ষাকালে সাধারণত 4 বা 5 নম্বরে রাখা উপযুক্ত, কারণ অতিরিক্ত ঠান্ডা করলে দুধ বা সবজির উপর বরফ জমতে পারে।
আরও পড়ুন- কেউ মেসেজ পাঠিয়ে টুক করে ডিলিট করে দিল? হোয়াটসঅ্যাপ-এ deleted মেসেজ দেখার কায়দা শিখে নিন
অনেক ফ্রিজে আপনি লক্ষ্য করবেন, ৩ বা ৪ নম্বরের কাছে “বৃষ্টি” বা বর্ষার প্রতীক আঁকা থাকে। সেটি এই সময় অন করে দিতে হয়। বর্ষায় বারবার ফ্রিজ খুলবেন না, এতে ভিতরের ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়। ফ্রিজের ভিতরে জলকণা জমলে বুঝবেন কুলিং বেশি হচ্ছে। ফ্রিজের পিছনের কনডেন্সার কয়েল পরিষ্কার রাখুন।