এই ধরনের অ্যাটাক শুধুমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে দেখা যায়নি। এটি প্রভাব ফেলেছে ৪জি এবং ৫জি UNISOC চিপসেটে। যা ব্যবহার করা হয়েছে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন ধরনের নামী ব্র্যান্ডে। চেকপয়েন্ট রিসার্চ জানিয়েছে যে, Google তাদের আগামী অ্যান্ড্রয়েড সিকিওরিটি বুলেটিনের জন্য প্রকাশ করতে চলেছে প্যাচ। CPR এই ধরনের UNISOC খুঁজে বের করেছে এবং এর স্কোর হয়েছে ১০ এর মধ্যে ৯.৪। এর ফলে এই প্রথম UNISOC মডেম আবার নতুন করে পরীক্ষা করা হচ্ছে। ইঞ্জিনিয়াররা আবার নতুন করে তদন্ত করছেন কী ভাবে এই ধরনের অ্যাটাক থেকে বাঁচা যায়! হ্যাকার অথবা মিলিটারি ইউনিট নির্দিষ্ট জায়গায় কথা বলার জন্য এই সিস্টেম ব্যবহার করে।
advertisement
আরও পড়ুন: বই-খাতা নিয়ে ৮০ কিলোমিটার দূরে ছাত্রীর বাড়িতে পৌঁছল দুই যুবক! তারপর? জানুন
চেকপয়েন্ট সফটওয়ারের রিভার্স ইঞ্জিনিয়ার এবং সিকিউরিটি রিসার্চ অ্যাটর্নি স্লাভা মাক্কাভিভ (Slava Makkaveev) জানিয়েছেন যে, হানাদাররা রেডিও স্টেশন ব্যবহার করে এই ধরনের অ্যাটাক চালাতে পারে। রেডিও স্টেশন ব্যবহার করে তারা ম্যালফর্মড প্যাকেট (Malformed Packet) পাঠাতে পারে। এটি মডেম (Modem) রিসেট করতে সাহায্য করে। এর ফলে ইউজাররা যোগাযোগ স্থাপনে ব্যর্থ হতে পারেন। এ ভাবেই অ্যাটাকাররা ব্লক করে দেয় সেলুলার কমিউনিকেশন। এর ফলে UNISOC চিপ যুক্ত ফোনে খুব সহজেই অ্যাটাকার্ডের প্রধান টার্গেট। কারণ এর মাধ্যমে ব্লক করে দেওয়া সম্ভব ইউজারদের কমিউনিকেশন।
চেকপয়েন্ট সফটওয়ারের রিভার্স ইঞ্জিনিয়ার এবং সিকিউরিটি রিসার্চ অ্যাটর্নি স্লাভা মাক্কাভিভ জানিয়েছেন যে, এখনই অ্যান্ড্রয়েড ইউজারদের এই বিষয়ে কিছু করার প্রয়োজন নেই। তিনি আরও জানিয়েছেন যে, গুগল তাদের আগামী অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনে যে প্যাচ রিলিজ করতে চলেছে, সেটি অ্যাপ্লাই করা উচিত। এর ফলে নিজেদের ফোন বেশি সুরক্ষিত থাকবে।