TRENDING:

Smartphone Launch: স্মার্টফোন ফটোগ্রাফিতে বিপ্লব, ধামাকাদার ৫ এআই টুল রয়েছে Oppo Find X8 Pro-তে, ছবি তুললেই ম্যাজিক

Last Updated:

Smartphone Launch: এখন প্রায় সব প্রিমিয়াম স্মার্টফোনেই মাল্টিক্যামেরা সেটআপ থাকে। ভাল মানের মিররলেস ক্যামেরার চেয়েও কার্যকর। Oppo Find X8 Pro এর সবচেয়ে বড় উদাহরণ। এআই-কে কীভাবে কাজে লাগানো যায়, দেখিয়ে দিয়েছে এই ডিভাইস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ক্যামেরার দিন গিয়েছে। তার জায়গা নিয়েছে স্মার্টফোন। না, ডিএসএলআর বহাল তবিয়তেই আছে। হয়ত ভবিষ্যতেও থাকবে। কিন্তু পয়েন্ট-অ্যান্ড-শ্যুট ক্যামেরার আর সে দিন নেই। নেই সেই বাজারও। স্মার্টফোন তাদের গিলে খেয়ে নিয়েছে।
Oppo Find X8 Pro
Oppo Find X8 Pro
advertisement

এখন প্রায় সব প্রিমিয়াম স্মার্টফোনেই মাল্টিক্যামেরা সেটআপ থাকে। ভাল মানের মিররলেস ক্যামেরার চেয়েও কার্যকর। Oppo Find X8 Pro এর সবচেয়ে বড় উদাহরণ। এআই-কে কীভাবে কাজে লাগানো যায়, দেখিয়ে দিয়েছে এই ডিভাইস।

আরও পড়ুনঃ করতে হবে না ডায়েট বা জিম! জাস্ট এই কাজেই হাতেনাতে ফলাফল! কেজি কেজি মেদ ঝরে পড়বে! ১ মাসে মারকাটারি ফিগার

advertisement

স্মার্টফোন ফটোগ্রাফি এখন আর শুধু ছবি বা ভিডিও তোলার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং বিভিন্ন টুলের সাহায্যে সেই ছবিকে আরও উন্নত করছে। ডেডিকেটেড ক্যামেরা মোড এবং ইমেজ এডিটিং-এর সুবিধা পাচ্ছেন ইউজাররা।

Oppo Find X8 Pro-এর এআই ফিচার ফটোগ্রাফিকে পৌঁছে দিয়েছে অন্য মাত্রায়। স্বীকার করতেই হবে Oppo অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এআই-কে কাজে লাগিয়েছে। যা আর পাঁচটা এআই চালিত ফটোগ্রাফি ফিচারের চেয়ে একেবারে আলাদা।

advertisement

এআই জুম: অনেক স্মার্টফোনই 120x হাইব্রিড বা ডিজিটাল জুমের মতো ফিচার দেওয়ার দাবি করে। কিন্তু Oppo Find X8 Pro হাই জুমিংয়েও ছবির গুণগত মান বজায় রাখতে এআই-কে কাজে লাগিয়েছে। জেনেরেটিভ অ্যাডভার্সেরিয়াল নেটওয়ার্কের রঙ, টেক্সচার আর শার্পনেস একই থাকে। পিক্সেল-বাই-পিক্সেলে ছবি হয় ঝকঝকে।

স্মার্ট সিন: আলো কম থাকুক বা বেশি, কোনও পরোয়া নেই। এই ফিচার আলো আনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরার সেটিংস অপটিমাইজ করে দেবে। মঞ্চ, সিলুয়েট, বা আতশবাজির মতো মোডে স্যুইচ করে যাবে। ইউজারকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। ফট এবং ভিডিও উভয় মোডেই এই ফিচার কাজ করে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ।

advertisement

এআই ক্ল্যারিটি এনহ্যান্সার: ছবির রেজোলিউশন বাড়িয়ে দেয় এআই ক্ল্যারিটি এনহ্যান্সার। ফলে অস্পষ্ট বা আবছা ছবিও সশরীরে চমৎকার ফুটে ওঠে। শুধু Oppo Find X8 Pro ডিভাইসে তোলা ছবি নয়, যে কোনও ছবির রেজোলিউশনই এই ফিচার বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুনঃ  ডায়াবেটিসের যম বাড়ির বাগানের এই ফল! পালাবার পথ খুঁজে পাবেনা ব্লাড সুগার, জেনে নিন বিশেষজ্ঞের মত

advertisement

এআই ইরেজার: নাম শুনেই কাজ বোঝা যাচ্ছে। ফ্রেম থেকে অপ্রয়োজনীয় অবজেক্ট বা বস্তু মুছে ফেলা যায় এই ফিচারের সাহায্যে। নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারে। গুগল ফটোস-এও এই ফিচার রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এআই রিফ্লেকশন রিমুভার: অনেক সময় আলো রিফ্লেক্ট করে ছবির বারোটা বাজিয়ে দেয়। অন্য কিছুও হতে পারে। এই ফিচার সেই রিফ্লেকশনকে মুছে দেয়। ছবির গুণগত মান উন্নত হয়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone Launch: স্মার্টফোন ফটোগ্রাফিতে বিপ্লব, ধামাকাদার ৫ এআই টুল রয়েছে Oppo Find X8 Pro-তে, ছবি তুললেই ম্যাজিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল