TRENDING:

Smartphone: মেক ইন ইন্ডিয়ার অধীনে ২ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ভারতের মোবাইল প্রোডাকশন বাজার!

Last Updated:

Smartphone: 'মেক ইন ইন্ডিয়া'র অধীনে ভারতের মোবাইল ফোনের প্রোডাকশন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। ২০১৪ সাল থেকে ২০২২ সালের মধ্যে তা ২ বিলিয়ন ইউনিট অতিক্রম করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‘মেক ইন ইন্ডিয়া’র অধীনে ভারতের মোবাইল ফোনের প্রোডাকশন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। ২০১৪ সাল থেকে ২০২২ সালের মধ্যে তা ২ বিলিয়ন ইউনিট অতিক্রম করেছে। অর্থাৎ এর চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হার (CAGR) হল ২৩ শতাংশ। বিপুল অভ্যন্তরীণ চাহিদা, ক্রমবর্ধমান ডিজিটাল সাক্ষরতা এবং সরকারি উৎসাহ এই বৃদ্ধির প্রধান কারণ। কাউন্টারপয়েন্টের রিসার্চ অনুসারে ভারত দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে।
২ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ভারতের মোবাইল প্রোডাকশন বাজার
২ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ভারতের মোবাইল প্রোডাকশন বাজার
advertisement

আরও পড়ুনঃ শেষ ধাপে চন্দ্রযান-৩! বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে চাঁদের বুকে সফ্‌ট ল্যান্ডিং-এর প্রক্রিয়া

গবেষক তরুণ পাঠক জানিয়েছেন যে, “২০২২ সালে সামগ্রিক বাজারের ৯৮ শতাংশের বেশি মোবাইল মেক ইন ইন্ডিয়ার অধীনে তৈরি। বর্তমান সরকার যখন ২০১৪ সালে ক্ষমতা গ্রহণ করেছিল তখন এটি ছিল মাত্র ১৯ শতাংশ।” তিনি আরও জানিয়েছেন যে, “আট বছর আগে লো সিঙ্গল ডিজিটের তুলনায় ভারতে লোকাল ভ্যালু অ্যাডিশন বর্তমানে গড়ে ১৫ শতাংশের বেশি দাঁড়িয়েছে।”

advertisement

অনেক কোম্পানি ভারতে মোবাইল ফোনের পাশাপাশি যন্ত্রাংশ তৈরির জন্য ইউনিট স্থাপন করছে। যা ভারতকে ক্রমবর্ধমান বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামগ্রিক ইকোসিস্টেম উন্নয়নের দিকে পরিচালিত করছে। সরকার এখন ভারতকে একটি ‘সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট হাব’ করার জন্য বিভিন্ন স্কিমকে পুঁজি করতে চায়।

পাঠক জানিয়েছেন যে,”আগামী সময়ে আমরা সকলেই ক্রমবর্ধমান উৎপাদন দেখতে পাব, বিশেষ করে স্মার্টফোনের ক্ষেত্রে। কারণ ভারত শহুরে-গ্রামীণ ডিজিটাল বিভাজন দূর করতে এবং মোবাইল ফোন রফতানিকারী পাওয়ার হাউসে পরিণত হতে পারে।” ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে, সরকার পর্যায়ক্রমে উৎপাদন কর্মসূচি চালু করেছে। এর জন্য স্থানীয় উৎপাদন এবং মূল্য সংযোজনে ধাক্কা দেওয়ার জন্য কয়েক বছর ধরে সম্পূর্ণরূপে নির্মিত ইউনিট এবং কিছু মূল উপাদানগুলিতে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। সরকার মোবাইল ফোন উৎপাদন সহ ১৪টি সেক্টরের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিম চালু করেছে।”

advertisement

অন্য দিকে, বিশ্লেষক প্রাচীর সিং জানিয়েছেন যে, “এই সব কারণে ভারত থেকে রফতানি বেড়েছে। ভারত সরকার সেমিকন্ডাক্টর হাব করার দিকে মনোনিবেশ করছে৷ ভারত সরকার একটি সেমিকন্ডাক্টর পিএলআই স্কিম প্রস্তাব এনেছে এবং এখন $১.৪ ট্রিলিয়নের প্রস্তাবিত বিনিয়োগের সঙ্গে কাঠামোর উপর আরও বেশি মনোযোগ দিচ্ছে। “

ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) অনুসারে, বন্ধুত্বপূর্ণ সরকারি নীতি এবং PLI স্কিমের দ্বারা উজ্জীবিত ভারত চলতি অর্থবছরে (FY24) মোবাইল রফতানিতে ১,২০,০০০ কোটি টাকা অতিক্রম করতে পারে, যা টেক জায়ান্ট অ্যাপল দ্বারা চালিত হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone: মেক ইন ইন্ডিয়ার অধীনে ২ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ভারতের মোবাইল প্রোডাকশন বাজার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল