TRENDING:

Smart TV: বর্ষায় এই ভুলে বাড়ির টিভি হয়ে যেতে পারে খারাপ! এখনই সতর্ক থাকুন

Last Updated:

Smart TV: বর্ষাকালে বেশিরভাগ বাড়িতেই স্যাঁতসেঁতে ভাব দেখা যায়, যা বাড়ির ইলেকট্রনিক গ্যাজেটগুলিকে নষ্ট করতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে ভারতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে স্মার্ট টিভি। এখন প্রায় সকলেই টিভি কেনার ক্ষেত্রে পছন্দ করছেন বিভিন্ন ধরনের স্মার্ট টিভি। অন্য দিকে, ভারতে শুরু হয়েছে বর্ষাকাল। অনেকের বাড়ির ছাদ ও দেওয়াল থেকে জল ঝরতে শুরু করেছে। একই সঙ্গে বর্ষাকালে বেশিরভাগ বাড়িতেই স্যাঁতসেঁতে ভাব দেখা যায়, যা বাড়ির ইলেকট্রনিক গ্যাজেটগুলিকে নষ্ট করতে পারে। যদি কারও বাড়িতে বৃষ্টির জল বা স্যাঁতসেঁতে ভাব আসে, তাহলে তাঁদের এখনই সাবধান হওয়া উচিত।
বর্ষায় এই ভুলে বাড়ির টিভি হয়ে যেতে পারে খারাপ
বর্ষায় এই ভুলে বাড়ির টিভি হয়ে যেতে পারে খারাপ
advertisement

কারণ এই সমস্ত কারণে বৈদ্যুতিক গ্যাজেটে আর্দ্রতা বৃদ্ধি পায় এবং তা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমরা বলতে যাচ্ছি যে, কীভাবে বর্ষাকালে নিজেদের স্মার্ট টিভিকে আর্দ্রতা থেকে রক্ষা করা সম্ভব। কেউ যদি এই উপায়গুলিতে মনোযোগ না দেন, তাহলে নিজেদের স্মার্ট টিভিকে খারাপ হওয়া থেকে রক্ষা করা সম্ভব নয়।

advertisement

বর্ষায় অবশ্যই কভার ব্যবহার করতে হবে – আজকাল স্মার্ট এলইডি টিভির জন্য বাজারে জিপারযুক্ত কভার পাওয়া যায়। সেগুলি ব্যবহার করে যে কেউ খুব সহজেই নিজেদের স্মার্ট এলইডি টিভির ভিতরে আর্দ্রতা যাওয়া প্রতিরোধ করতে পারে। আসলে একটানা বৃষ্টির কারণে অনেক সময় স্মার্ট টিভিতে আর্দ্রতা আসে, যা স্মার্ট টিভির ডিসপ্লে নষ্ট করে দিতে পারে। বাজারে থাকা বিভিন্ন ধরনের জিপার কভার ১০০-৪০০ টাকার মধ্যে ক্রয় করা যেতে পারে।

advertisement

টিভির পর্দায় ল্যামিনেশন – যদি কারও ঘরে বেশি স্যাঁতসেঁতে থাকে, তাহলে তাঁদের স্মার্ট টিভির স্ক্রিনে ল্যামিনেশন করা উচিত। এর ফলে সেই স্মার্ট টিভির সামনের দিক থেকে আর্দ্রতা প্রবেশ করবে না এবং সেই স্মার্ট টিভি থাকবে একেবারে নিরাপদ।

স্মার্ট এলইডি টিভি – অনেক বাড়িতেই দেখা যায় যে, স্মার্ট এলইডি টিভি এমন একটি দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়, যাতে আর্দ্রতা আসতে থাকে। স্যাঁতসেঁতে হওয়ার কারণে সেই দেওয়াল ভেজা হয়ে যায়। এতে একটি স্মার্ট এলইডি টিভি লাগানো থাকলে আর্দ্রতা দেওয়ালের মধ্যে দিয়ে চলে যায় এবং স্মার্ট এলইডি টিভির ভিতরের ডিসপ্লেতে পৌঁছায়।

advertisement

আরও পড়ুন, কাটতে চলেছে খারাপ সময়! অগাস্টেই তৈরি ‘বিরল’ যোগ, ভাগ্যবদল হবে এই ৩ রাশির 

আরও পড়ুন, ১-২টো নয়, শরীরে রয়েছে ৫০০টি পা! বিরল এই প্রাণী ঘিরে হইচই কাণ্ড

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর জন্য সবচেয়ে ভাল উপায় হল সেই স্মার্ট এলইডি টিভি ঘরের ভিতরের দেওয়ালে লাগিয়ে দেওয়া, যেখানে আর্দ্রতা আসে না। এছাড়াও টিভি রাখার জন্য ক্যাবিনেট ব্যবহার করা যেতে পারে, যা এটিকে আর্দ্রতা থেকে রক্ষা করবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smart TV: বর্ষায় এই ভুলে বাড়ির টিভি হয়ে যেতে পারে খারাপ! এখনই সতর্ক থাকুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল