TRENDING:

Samsung Galaxy S22: ৯ ফেব্রুয়ারি দারুন একখানা ফোন লঞ্চ করবে Samsung! ফিচার্স শুনে অবাক হবেন

Last Updated:

Samsung Galaxy S22: দেখে নেওয়া যাক Samsung এর নতুন Samsung Galaxy S22 সিরিজের ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাউথ কোরিয়ান টেক জায়ান্ট জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung আগামী মাসেই লঞ্চ করতে পারে তাদের নতুন ফোন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে Samsung লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy S22 সিরিজের ফোন।
advertisement

ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে Samsung Galaxy S22 সিরিজের তিনটি নতুন ফোন লঞ্চ করা হতে পারে। এগুলি হল - Regular Galaxy S22, Galaxy S22 Pro+ এবং Galaxy S22 Ultra। এক নজরে দেখে নেওয়া যাক Samsung এর নতুন Samsung Galaxy S22 সিরিজের ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।

Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ ফোনের ফিচার -

advertisement

Samsung Galaxy S22 ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির স্ক্রিন এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির স্ক্রিন। Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ দুই ফোনেই রয়েছে ১০৮০×২৩৪০ পিক্সেল রেজোলিউশন, করনিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন।

আরও পড়ুন- সূবর্ণ সুযোগ! দেখে নিন মাইক্রোম্যাক্সের নতুন ফোনে পাওয়া যাচ্ছে যে বিপুল ফিচার

advertisement

এছাড়াও এই ফোনে থাকতে পারে স্যামসং এক্সিনস ২২০০ চিপসেট (Samsung Exynos 2200 Chipset) অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি (Qualcomm Snapdragon 8 Gen 1 Soc)। বাজারের ওপর ভিত্তি করে এটি রাখা হবে Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ ফোনে।

এছাড়াও Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ২৫৬ জিবি (GB) ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম (RAM)। Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ দুই ফোনেই রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেল স্ন্যাপার যা ওআইএস যুক্ত, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা ৩ এক্স অপ্টিক্যাল জুম যুক্ত, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।

advertisement

এছাড়াও Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা ৪কে (4K) রেকর্ডিং যুক্ত। Samsung Galaxy S22 ফোনে রয়েছে ৩,৭০০ এমএএইচ (mAh) ব্যাটারি এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy S22 Ultra ফোনের ফিচার -

Samsung Galaxy S22 Ultra ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে যা ১৪৪০×৩০৮০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। এই ফোনে রয়েছে করনিং গরিলা গ্লাস ভিকটাস প্লাস প্রোটেকশন, ১২০ এইচজেড (Hz) ম্যাক্সিমাম রিফ্রেশ রেট, ৫১২ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম।

advertisement

আরও পড়ুন- বিদেশি ফোনের একচেটিয়া আধিপত্য কমাতে দেশি অপারেটিং সিস্টেম চালু করতে চায় সরকার

সেরা ভিডিও

আরও দেখুন
ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, সবার চোখেই অশ্রু, বিদায় নিচ্ছেন প্রিয় শুভ্রাংশু স্যার
আরও দেখুন

এই ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের স্ন্যাপার, ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ স্টাইল টেলিফোন লেন্স, ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যা ৩ এক্স অপ্টিক্যাল জুম যুক্ত, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। Samsung Galaxy S22 Ultra ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Samsung Galaxy S22: ৯ ফেব্রুয়ারি দারুন একখানা ফোন লঞ্চ করবে Samsung! ফিচার্স শুনে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল