TRENDING:

Royal Enfield বাইক কেনার পরিকল্পনা করছেন? সব থেকে বেশি বিক্রি এই মডেল-এর! জেনে নিন নামটা

Last Updated:

Royal Enfield- বাজারে Royal Enfield-এর J-series ইঞ্জিন আসার পর থেকে এর সাফল্য তুঙ্গে পৌঁছে গিয়েছে। আসলে এই ইঞ্জিনটি বর্তমানে Bullet থেকে Classic পর্যন্ত 350cc রেঞ্জের সমস্ত মডেলকেই সাপোর্ট করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বাজারে Royal Enfield-এর J-series ইঞ্জিন আসার পর থেকে এর সাফল্য তুঙ্গে পৌঁছে গিয়েছে। আসলে এই ইঞ্জিনটি বর্তমানে Bullet থেকে Classic পর্যন্ত 350cc রেঞ্জের সমস্ত মডেলকেই সাপোর্ট করে। সংশ্লিষ্ট সংস্থার 650cc ট্যুইন-সিলিন্ডার রেঞ্জটিকে সম্প্রতি ব্যাপক ভাবে বাড়ানো হয়েছে।
News18
News18
advertisement

আরও পড়ুন- Honda-র সঙ্গে পাল্লা দেওয়ার প্রস্তুতি! এবার দু’টি নতুন 125cc ইঞ্জিনের বাইক আনছে Hero

450cc লিক্যুইড-কুলড সিঙ্গেল রেঞ্জ বাজারে আসার ফলে Royal Enfield-এর লাইন-আপকে সম্প্রসারণ করা হয়েছে। আর যার জেরে বেড়েছে কাস্টোমার বেসও। 350cc -র ৫টি মডেল, 450cc-র ২টি মডেল এবং 650cc ট্যুইন-সিলিন্ডারের ৬টি মডেল আনার মাধ্যমে একটি মোটরসাইকেল ব্র্যান্ড সেলসের উপর রীতিমতো দাপিয়ে রাজত্ব করছে। জুলাই ২০২৫-এর হিসেবে Royal Enfield-এর ৫টি বেস্ট-সেলিং মডেলের তালিকা জেনে নেওয়া যাক।

advertisement

Royal Enfield সেলস:

Classic 350:

জুলাই ২০২৫-এর Royal Enfield সেলসের তালিকায় সবার উপরে রয়েছে Classic 350। এটির ২৬৫১৬টি ইউনিট বিক্রি হয়েছে। সে তুলনায় দেখতে গেলে জুলাই ২০২৪-এ ২১৩৭৩টি Classic 350 বিক্রি করেছিল Royal Enfield। যার অর্থ হল – এই মডেলের বিক্রি ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Hunter:

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Hunter মডেলটি। মূলত তরুণ গ্রাহকদের কথা মাথায় রেখেই তা লঞ্চ করা হয়েছিল। তবে রাইড কমফোর্ট সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছে Hunter। সম্প্রতি এই মডেলের রিয়ার সাসপেনশন আপডেট করেছে সংশ্লিষ্ট সংস্থা। আপডেটেড মডেলের সঙ্গে সংস্থাটি এর ১৮৩৭৩টি ইউনিট বিক্রি করেছে। প্রায় ৩০ শতাংশ বার্ষিক বৃদ্ধি হয়েছে।

advertisement

Bullet 350 এবং Meteor 350:

জুলাই ২০২৫-এর বিক্রির তালিকায় Royal Enfield-এর এই দুই মডেলের বিক্রি হয়েছে ব্যাপক। Bullet-এর রেকর্ড সেল হয়েছে ১৫৮৪৭ ইউনিট। প্রায় ৫৯ শতাংশ বার্ষিক বৃদ্ধি দেখা গিয়েছে। অন্যদিকে Meteor 350 মডেলটি আবার J-series 350cc ইঞ্জিন নিয়ে আত্মপ্রকাশ করেছিল। জুলাই ২০২৫-এর হিসেবে এর ৮৬০০টি ইউনিট বিক্রির রেকর্ড রয়েছে।

advertisement

Interceptor 650 এবং Continental GT 650:

Interceptor 650 এবং Continental GT 650 হল এমন প্রথম দুটি মডেল, যা নতুন 650cc ট্যুইন সিলিন্ডার ইঞ্জিন নিয়ে বাজারে এসেছিল। এই দুটিকে সংস্থার বেস্ট-সেলিং ট্যুইন বলা যেতে পারে। এগুলি আবার Royal Enfield-এর পঞ্চম বেস্ট-সেলিং মডেল হয়ে উঠেছে। এই 650 Twins মডেলের ক্ষেত্রে একসঙ্গে ৩৩৪৯টি ইউনিট বিক্রি হয়েছে।

advertisement

জুলাই ২০২৪-এর তুলনায় এর ৫৭ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।

এদিকে আবার ইতিমধ্যেই 750cc ইঞ্জিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে Royal Enfield। এর মধ্যে অন্যতম হল – Himalayan এবং Continental GT। যা খুব শীঘ্রই 650cc লাইন-আপের জায়গা নিয়ে নিতে পারে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Royal Enfield বাইক কেনার পরিকল্পনা করছেন? সব থেকে বেশি বিক্রি এই মডেল-এর! জেনে নিন নামটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল