Honda-র সঙ্গে পাল্লা দেওয়ার প্রস্তুতি! এবার দু’টি নতুন 125cc ইঞ্জিনের বাইক আনছে Hero
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Honda Bikes- আসলে গত জুলাই মাসেই নতুন CB125 Hornet লঞ্চ করেছে Honda Motorcycle এবং Scooter India। তারপরেই সামনে এল Hero MotoCorp-এর এহেন পদক্ষেপ। যার ফলে টু-হুইলারের বাজারে সবথেকে বেশি গতিশীল সেগমেন্টে প্রতিযোগিতা কয়েক গুণ বেড়ে গেল।
কলকাতা : সামনেই উৎসবের মরশুম। আর তার ঠিক আগেই 125cc সেগমেন্টে দুটি নতুন মোটরসাইকেল বাজারে আনার জন্য প্রস্তুত Hero MotoCorp। কারণ নিজেদের মার্কেট শেয়ার আরও ভাল করার চেষ্টায় রয়েছে সংশ্লিষ্ট সংস্থা। আসলে গত জুলাই মাসেই নতুন CB125 Hornet লঞ্চ করেছে Honda Motorcycle এবং Scooter India। তারপরেই সামনে এল Hero MotoCorp-এর এহেন পদক্ষেপ। যার ফলে টু-হুইলারের বাজারে সবথেকে বেশি গতিশীল সেগমেন্টে প্রতিযোগিতা কয়েক গুণ বেড়ে গেল।
Hero-র মার্কেট শেয়ার:
বর্তমানে 125cc মোটরসাইকেল ক্যাটাগরিতে ৪টি মডেল রয়েছে Hero MotoCorp-এর। সেগুলি হল – Xtreme 125R, Glamour, Super Splendor XTec এবং Glamour XTech। দেশের সবথেকে বড় টু-হুইলার প্রস্তুতকারী হওয়া সত্ত্বেও 111-125cc মোটরসাইকেল সেগমেন্টে Hero-র রয়েছে ১২.৮ শতাংশের একটি বেশ ভাল মার্কেট শেয়ার।
advertisement
এই ক্ষেত্রে অবশ্য Honda এবং Bajaj Auto-র তুলনায় পিছিয়ে রয়েছে এই সংস্থাটি। আসলে নিজেদের আরও প্রিমিয়াম এবং পারফরম্যান্স-ওরিয়েন্টেড প্রোডাক্টের হাত ধরে মিড-কমিউটার স্পেসে শক্ত ঘাঁটি তৈরি করে ফেলেছে Honda এবং Bajaj Auto। সাম্প্রতিক সময়ে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে 125cc সেগমেন্ট। ফলে গ্রাহকরাও নিজেদের 100cc মডেল আপগ্রেড করার দিকে ঝুঁকছেন।
advertisement
125cc বাইকের সেগমেন্ট:
125cc বাইকের সেগমেন্টে সংশ্লিষ্ট সংস্থাটি Extreme 125R, Glamour 125 এবং Super Splendor লঞ্চ করবে। এভাবেই এই সেগমেন্টে নিজেদের ঘাঁটি শক্ত করবে তারা। সেই সঙ্গে এই সেগমেন্টের অন্যান্য প্লেয়ারদের উদ্দেশ্যেও চ্যালেঞ্জ ছুড়ে দেবে। যাঁরা পারফরম্যান্সের সন্ধান করছেন, তাঁদের জন্যই আনা হচ্ছে Extreme 125R। আবার যাঁরা স্টাইলের দিকে বেশি নজর দেন, তাঁদের জন্য আদর্শ হয়ে উঠতে পারে Glamour।
advertisement
আরও পড়ুন- ‘তোলপাড়’ আবহাওয়া…! বজ্রবিদ্যুৎ-সহ তুলকালাম ঝড়-বৃষ্টি, ক’দিন চলবে দুর্যোগ? রইল আপডেট
অন্যদিকে, যাঁরা মাইলেজের সন্ধান করছেন, তাঁদের জন্য ভাল বিকল্প হতে পারে Super Splendor। সংস্থার বক্তব্য, পারফরম্যান্স, স্টাইল এবং মাইলেজ – এই তিন ক্ষেত্রে পোর্টফোলিওকে আরও বেশি করে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা রয়েছে তাদের।
Hero-র মার্কেট শেয়ার হ্রাস:
advertisement
2W মার্কেটে Hero-র মার্কেট শেয়ার অর্থবর্ষ২১-এ ছিল ৩৭.০৪ শতাংশ। তবে অর্থবর্ষ২৫-এ তা কমে পৌঁছে গিয়েছে ২৮.৬১ শতাংশে। যেখানে Honda-র শেয়ার ২৫.৫৮ শতাংশ থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৭.১৭ শতাংশে। গত জুলাই মাসেই নতুন Deluxe-এর সঙ্গে Hero MotoCorp নিজেদের 100cc লাইনআপ আপডেট করেছে। প্রিমিয়াম মোটরসাইকেল এবং ইলেকট্রিক গাড়ির মাধ্যমে 125cc সেগমেন্টে আরও বেশি মনোনিবেশ করতে চলেছে ওই সংস্থাটি।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 7:51 PM IST