TRENDING:

RO Filter: বাড়িতে RO ফিল্টার লাগাচ্ছেন, RO কথার অর্থ বলতে পারবেন? ৮০% শতাংশ লোকই জানেন না

Last Updated:

পরিস্রুত পানীয় জল প্রায় বেশিরভাগ এলাকাতেই পাওয়া যায় না। ভারতবর্ষের মতো দেশে স্বচ্ছল পরিবারগুলি আজকাল জল পরিশুদ্ধ করার মেশিন কিনে থাকে। সেক্ষেত্রে সব থেকে বেশি শোনা যায় RO-র কথা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরিস্রুত পানীয় জল প্রায় বেশিরভাগ এলাকাতেই পাওয়া যায় না। ভারতবর্ষের মতো দেশে স্বচ্ছল পরিবারগুলি আজকাল জল পরিশুদ্ধ করার মেশিন কিনে থাকে। সেক্ষেত্রে সব থেকে বেশি শোনা যায় RO-র কথা। এই ধরনের জল পরিশোধন যন্ত্রে RO রয়েছে কিনা তা আমরা সকলেই জেনে নিই।
বাড়িতে RO ফিল্টার লাগাচ্ছেন, RO কথার অর্থ বলতে পারবেন? ৮০% শতাংশ লোকই জানেন না
বাড়িতে RO ফিল্টার লাগাচ্ছেন, RO কথার অর্থ বলতে পারবেন? ৮০% শতাংশ লোকই জানেন না
advertisement

কিন্তু কী এই RO, কী কাজ তার— তা অনেকেই জানি না। দেখে নেওয়া যাক এক নজরে।

RO- শব্দের পুরো অর্থ হল রিভার্স অসমোসিস। এটি জল পরিস্রবণ পদ্ধতিগুলির মধ্যে সব থেকে কার্যকরী বলে মনে করা হয়।

আরও পড়ুন: এবার WhatsApp-এ চ্যাট করলেও ভেসে উঠবে বিজ্ঞাপন! দেখে নিন কী বললেন সংস্থার প্রধান

advertisement

রিভার্স অসমোসিস অপরিশোধিত জল থেকে দূষিত পদার্থগুলিকে সরিয়ে ফেলতে পারে। জলের পরিশুদ্ধ অংশ বা ‘পারমিট’-এর থেকে অপরিশুদ্ধ অংশ ‘ব্রাইন’-কে একেবারে আলাদা করে ফেলা হয়। আসলে এই পদ্ধতিতে একটি অর্ধভেদ্য ঝিল্লির ছোট ছোট ছিদ্র দিয়ে পরিশুদ্ধ জল বেরিয়ে যায়। আটকে থাকে অশুদ্ধিগুলি। রিভার্স অসমোসিস লবণাক্ত জলের উপর চাপ তৈরি করে লবণ আলাদা করে শুধু পরিশ্রুত জল পরিবেশন করতে পারে।

advertisement

এই পদ্ধতিতে জল থেকে ফ্লুরাইড, ক্লোরিন, আর্সেনিক, লবণ, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস দূর করা সম্ভব।

রিভার্স অসমোসিস সিস্টেমের সুবিধা—

এটি জলে দ্রবীভূত প্রায় ৯৮ শতাংশ কঠিন পদার্থ অপসারণ করতে পারে।

ক্ষতিকারক দ্রবীভূত দূষণ হ্রাস করে।

সোডিয়াম কমায়।

বিস্বাদ এবং দুর্গন্ধ দূর করে।

ইনস্টল করা সহজ।

কীভাবে কাজ করে—

রিভার্স অসমোসিস জল থেকে ক্লোরিন ও অন্য দ্রব্য নিষ্কাশন করে একটি প্রিফিল্টারের মধ্যে দিয়ে। এতে থাকে একটি সেমিপার্মিবল মেমব্রেন। সেখান থেকে বেরিয়ে জল যায় পোস্টফিল্টার অংশে। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে জল পরিশোধন করা হয়।

advertisement

বিভিন্ন রকমের ফিল্টারও থাকে এতে। যেমন—

সেডিমেন্ট ফিল্টার—

এটি জলের মধ্যে থেকে ধুলো, ময়লা এবং মরিচা বের করে।

কার্বন ফিল্টার—

এটি জলের মধ্যে থাকা ভলাটাইল অর্গানিক (VOCs), ক্লোরিন এবং অন্য দুর্গন্ধ সৃষ্টিকারী উপাদান নিষ্কাশন করে।

সেমিপারমিটাবল মেমব্রেন—

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

এটি জলের মিশে থাকা প্রায় ৯৮ শতাংশ কঠিন (TDS) নিষ্কাশন করে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
RO Filter: বাড়িতে RO ফিল্টার লাগাচ্ছেন, RO কথার অর্থ বলতে পারবেন? ৮০% শতাংশ লোকই জানেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল