Journalist Job Vacancy: সংবাদ মাধ্যমে কেরিয়ার গড়বে চান! প্রচুর পদে নিয়োগ করবে দূরদর্শন, আবেদনের খুঁটিনাটি জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Journalist Job Vacancy: কলকাতা দূরদর্শনে চাকরি করতে চান? থাকা চাই স্নাতক ডিগ্রি এবং সংবাদমাধ্যমে কাজের পূর্ব অভিজ্ঞতা। ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাঙ্কর বা টেলিপ্রম্পটার পদে কর্মী নিয়োগ করবে সংস্থা।
advertisement
1/4

*কলকাতা দূরদর্শনে চাকরি করতে চান? থাকা চাই স্নাতক ডিগ্রি এবং সংবাদমাধ্যমে কাজের পূর্ব অভিজ্ঞতা। ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাঙ্কর বা টেলিপ্রম্পটার পদে কর্মী নিয়োগ করবে সংস্থা।
advertisement
2/4
*সরকারি সম্প্রচার কেন্দ্রে উল্লিখিত পদে ২১-৪০ বছর বয়সদের নিয়োগ করা হবে। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। একই সঙ্গে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাঙ্কর বা টেলিপ্রম্পটার হিসাবে কাজের অন্তত এক বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতেই হবে।
advertisement
3/4
*প্রতি মাসে সাতটি করে অ্যাসাইনমেন্ট পাবেন। সেই অনুযায়ী, প্রতিটি অ্যাসাইনমেন্ট-এর জন্য তাঁদের ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা বরাদ্দ করা হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজের সুযোগ থাকছে।
advertisement
4/4
*ই-মেল মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি তার সঙ্গে পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৯ জানুয়ারি। ডাকযোগেও আবেদনপত্র পাঠাতে পারবেন।