এবার WhatsApp-এ চ্যাট করলেও ভেসে উঠবে বিজ্ঞাপন! দেখে নিন কী বললেন সংস্থার প্রধান

Last Updated:

Facebook যখন ১৬ বিলিয়ন ডলার খরচ করে WhatsApp কিনে নিয়েছিল তখন অনেকেই মনে করেছিলেন এত মূল্যবান নয় অ্যাপটি। কিন্তু এখন WhatsApp বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চাহিদা পূরণ করে চলেছে।

এবার WhatsApp-এ চ্যাট করলেও ভেসে উঠবে বিজ্ঞাপন! দেখে নিন কী বললেন সংস্থার প্রধান
এবার WhatsApp-এ চ্যাট করলেও ভেসে উঠবে বিজ্ঞাপন! দেখে নিন কী বললেন সংস্থার প্রধান
WhatsApp-এ আসতে চলেছে বড় পরিবর্তন! অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে। তবে এবার আর কোনও ফিচার নয়। সম্ভবত, WhatsApp তার চ্যাট স্ক্রিনে বিজ্ঞাপন আনার ব্যবস্থা করছে। সেই সংক্রান্ত কাজ চলছে। স্বাভাবিক ভাবেই এই খবরটি নিয়ে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে। Meta-অধীনস্থ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি যথেষ্ট জনপ্রিয়। তাই এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখানোর বিষয়ে ভাবনাচিন্তা যে চলবে সেটা স্বাভাবিক।
Facebook যখন ১৬ বিলিয়ন ডলার খরচ করে WhatsApp কিনে নিয়েছিল তখন অনেকেই মনে করেছিলেন এত মূল্যবান নয় অ্যাপটি। কিন্তু এখন WhatsApp বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চাহিদা পূরণ করে চলেছে। প্রতিদিন বাড়ছে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা। ভবিষ্যতে তা আরও বাড়বে বলে আশা।
আরও পড়ুন: দামে এক, কিন্তু ফিচার? টক্কর জবরদস্ত, iPhone 15 Pro Max না Samsung Galaxy S23 Ultra, কোনটা কেনা উচিত হবে?
এই ব্যবহারকারীদের মাধ্যমে সংগৃহীত ডেটা অবশ্যই WhatsApp-র ‘সম্পদ’। প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে সংস্থাটি এখন WhatsApp-এর মাধ্যমে তার আয় বাড়িয়ে নিতে চাইছে। কিন্তু ঘটনা হল, WhatsApp প্রধান এই দাবি পত্রপাঠ খণ্ডন করেছেন। তিনি দাবি করেছেন, খবরটি মিথ্যা। Meta-র তরফে WhatsApp-এ বিজ্ঞাপন আনার কোনও পরিকল্পনা নেই।
advertisement
advertisement
এদিকে সংবাদ মাধ্যমের রিপোর্ট স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে Meta, ব্যবহারকারীর চ্যাটের মধ্যে WhatsApp-এ বিজ্ঞাপন দেখাতে চায়। কিন্তু WhatsApp-এর প্রধান উইল ক্যাথকার্ট, শুক্রবার তাঁর X হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছেন, এই রিপোর্ট মিথ্যা, তাঁরা এমন কিছুই করছেন না। যদিও WhatsApp ব্যবহারকারীদের জন্য এখনই বিজ্ঞাপন আনার পরিকল্পনা করছে না বলে দাবি করলেও ভবিষ্যতে মেসেজিং অ্যাপে বিজ্ঞাপন দেখানো হতেই পারে, সেই বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়নি।
advertisement
যাইহোক, সাম্প্রতিক পরিস্থিতিতে ব্যবহারকারীদের মধ্যে এই সন্দেহ বাড়বে বৈকী! কারণ ইতিমধ্যেই Meta ‘ভেরিফাইড’ নামে সাবস্ক্রিপশন পরিষেবা শুরু করেছে Facebook এবং Instagram-এ। এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্লু টিক পাবেন। ফলে শেষ পর্যন্ত WhatsApp-এও যে বিজ্ঞাপন আসবে না, তা বলা যায় না।
WhatsApp-এ এমন অনেকগুলি ফিচার রয়েছে যা সাবস্ক্রিপশন পরিষেবার অংশ হয়ে উঠতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার WhatsApp-এ চ্যাট করলেও ভেসে উঠবে বিজ্ঞাপন! দেখে নিন কী বললেন সংস্থার প্রধান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement