TRENDING:

কলকাতায় লঞ্চ হল Realme GT 7 Series, দাম এবং স্পেসিফিকেশন দেখে নিন এক ঝলকে

Last Updated:

Realme GT 7 Pro launched with Snapdragon 8 Elite processor in India: টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ঋতাভরী চক্রবর্তীর হাতে খোদ কলকাতায় সম্প্রতি লঞ্চ হল Realme GT 7 Series সম্প্রতি, Realme-প্রেমীদের জন্য এর চেয়ে ভাল আর কী হতে পারে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিঃসন্দেহেই এ এক ব্যতিক্রম। যেমন ফোন, তেমনই তার লঞ্চ ইভেন্ট। টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ঋতাভরী চক্রবর্তীর হাতে খোদ কলকাতায় সম্প্রতি লঞ্চ হল Realme GT 7 Series সম্প্রতি, Realme-প্রেমীদের জন্য এর চেয়ে ভাল আর কী হতে পারে!
কলকাতায় লঞ্চ হল Realme GT 7 Series
কলকাতায় লঞ্চ হল Realme GT 7 Series
advertisement

RG Cellulars-এর কর্ণধার রবি গুপ্তা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, এক এক্সক্লুসিভ লঞ্চ অফারের সঙ্গে GT 7 Series-এর প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ‘‘ক্রেতাদের কাছে আমাদের এই ফ্ল্যাগশিপ উদ্ভাবন হাজির করতে পেরে আমরা খুশি ৷’’

অন্য দিকে, সংস্থার রিজিওনাল সেলস ম্যানেজার (ইস্ট) অমল ঘোষের দাবি, ‘‘এই প্রথম ইন্ডাস্ট্রি অ্যাডভান্সড টেম্পারেচার রিডাকশন টোকনোলজির সঙ্গে আইস সেন্স গ্রাফাইন মেটেরিয়াল ব্যাক প্যানেল প্রত্যক্ষ করছে! ডিজাইন আর পারফরম্যান্সের এ এক নিখাদ যুগলবন্দি।’’

advertisement

আরও পড়ুন– পুণ্যভূমি অযোধ্যায় চতুর্থ সম্পত্তি অমিতাভ বচ্চনের, ৪০ কোটি টাকায় কিনলেন ২৫,০০০ বর্গফুট জমি ! দাবি রিপোর্টে

এই সিরিজে তিনটি স্মার্টফোন নিয়ে আসা হয়েছে, Realme GT 7, Realme GT 7T এবং Realme GT Dream Edition। GT 7 সিরিজের মডেলগুলি এই সেগমেন্টের প্রথম স্মার্টফোন যা গুগল জেমিনি এআই ইন্টিগ্রেশন অফার করছে। কোম্পানিটি AI Translator, AI Eraser 2.0, and AI Tools 2.0-এর মতো নতুন ফিচার দিতে Google-এর সঙ্গে হাত মিলিয়েছে।

advertisement

সবার আগে দেখে নেওয়া যাক দামের ব্যাপারটা!

Realme GT Dream Edition

১৬ জিবি+ ৫১২ জিবি স্টোরেজ: ৪৯,৯৯৯ টাকা

Realme GT 7

৮ জিবি+ ২৫৬ জিবি স্টোরেজ: ৩৯,৯৯৯ টাকা

১২ জিবি+ ২৫৬ জিবি স্টোরেজ: ৪২,৯৯৯ টাকা

১২ জিবি+ ৫১২ জিবি স্টোরেজ: ৪৬,৯৯৯ টাকা

advertisement

রঙ: আইস সেন্স ব্ল্যাক, আইস সেন্স ব্লু

আরও পড়ুন– হামেশাই উত্তর প্রদেশ থেকে বিহারে আসত দু’টি ঘোড়া, পিঠে থাকত ইয়াব্বড় ঝোলা ! সন্দেহ হতেই পাকড়াও করে পুলিশ, আপাতত শ্রীঘরে ঠাঁই ‘অভিযুক্ত’ ঘোড়া দু’টির

Realme GT 7T

৮ জিবি+২৫৬ জিবি স্টোরেজ: ৩৪,৯৯৯ টাকা

১২ জিবি+ ২৫৬ জিবি স্টোরেজ: ৩৭,৯৯৯ টাকা

advertisement

১২ জিবি+ ৫১২ জিবি স্টোরেজ: ৪১,৯৯৯ টাকা

রঙ: আইস সেন্স ব্ল্যাক, আইস সেন্স ব্লু, রেসিং ইয়েলো

Realme GT সিরিজ: প্রাপ্যতা এবং অফার

Realme GT 7 এবং GT 7T স্মার্টফোনগুলোর এখন প্রি-বুকিং চলছে। ৩০ মে, ২০২৫ থেকে Realme-র অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon-এ বিক্রি শুরু হবে। তবে, Dream Edition ভ্যারিয়েন্টটি ১৩ জুন, ২০২৫ থেকে বিক্রি শুরু হবে।

ইনট্রোডাকটরি অফারে ক্রেতারা নির্বাচিত কার্ডে ৩,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। সংস্থা ট্রেড-ইন ডিলের উপর ৬,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও অফার করছে। ১২ মাস পর্যন্ত নো-কস্ট EMI-এর সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন- অনেক মামলাতেই ‘ওয়ান্টেড’, লরেন্স বিষ্ণোইয়ের শার্প শ্যুটার নবীন নিহত, UP এসটিএফ এবং দিল্লি পুলিশের সাফল্যের মুকুটে নতুন পালক

এছাড়াও, ফার্স্ট সেলে Dream Edition ভ্যারিয়েন্ট কিনলে ক্রেতারা এক বছরের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন পাবেন। যে কোনো GT 7 সিরিজের স্মার্টফোনের প্রি-বুকিংয়ে এই সুবিধা পাওয়া যাবে।

এবার একে একে ফিচার দেখে নেওয়া যাক!

Realme GT 7

Realme GT 7 ফোনটিতে 6.77 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে যার সর্বোচ্চ উজ্জ্বলতা 6,000 নিটস। এটি MediaTek Dimensity 9400e চিপসেটে চলে, এতে 12GB RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট-আপ রয়েছে। এতে ৫০ এমপি (IMX906) প্রাইমারি সেন্সর, একটি ৮ এমপি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। সেলফি, ভিডিও কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

স্মার্টফোনটিতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। Realme GT 7-এর আইস সেন্স গ্রাফাইন ব্যাক প্যানেল তাপ পরিবাহিতা এবং ৩৬০ ডিগ্রি তাপ অপসারণে সাহায্য করবে, সহজ ভাবে বললে দীর্ঘ সময় ধরে ব্যবহার করলেও ফোন গরম হবে না, ফলে এর কর্মক্ষমতা সব সময়েই বজায় থাকবে।

Realme GT 7 Dream Edition

Dream Edition অ্যাস্টন মার্টিন ফর্মুলা ওয়ান টিমের সহযোগিতায় তৈরি। এই মডেলটি সিগনেচার অ্যাস্টন মার্টিন রেসিং গ্রিন কালারে পাওয়া যাচ্ছে। অ্যারোডাইনামিক ফ্লো-লাইন ডিজাইন, এনগ্রেভড সিলভার উইংস এমব্লেম একে করে তুলেছে নজরকাড়া। ফোন এক এক্সক্লুসিভ কালেক্টর বক্সে দেওয়া হবে যার মধ্যে একটি সিলভার উইং কেস এবং একটি রেসিং কার ডিজাইনের সিম ইজেক্টর পিন থাকবে।

Realme GT 7T

Realme GT 7T ফোনটিতে MediaTek Dimensity 8400 চিপ ব্যবহার করা হয়েছে, রয়েছে 12 GB পর্যন্ত RAM এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনটিতে HDR10+ সাপোর্ট সহ একটি সামান্য বড় 6.8-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য, GT 7T ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে 50MP (IMX896) প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। সামনে একটি 32MP ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনটিতে 120W চার্জিং সাপোর্ট-সহ 7,000mAh ব্যাটারি রয়েছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কলকাতায় লঞ্চ হল Realme GT 7 Series, দাম এবং স্পেসিফিকেশন দেখে নিন এক ঝলকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল