Amitabh Bachchan: পুণ্যভূমি অযোধ্যায় চতুর্থ সম্পত্তি অমিতাভ বচ্চনের, ৪০ কোটি টাকায় কিনলেন ২৫,০০০ বর্গফুট জমি ! দাবি রিপোর্টে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan buys land worth Rs 40 crore in Ayodhya: হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, সম্প্রতি প্রায় ৪০ কোটি টাকা দিয়ে ২৫০০০ বর্গফুটের একটি বিশাল জমি কিনেছেন অমিতাভ বচ্চন। ঝাঁ-চকচকে এবং বিলাসবহুল সরযূ রিয়েল এস্টেট প্রকল্পের নিকট অবস্থিত অভিনেতার এই জমিটি।
বি-টাউনের শাহেনশাহ তিনি। এখনও দাপটের সঙ্গে যেন রাজত্ব চালিয়ে যাচ্ছেন রুপোলি দুনিয়ায়। কথা হচ্ছে, অমিতাভ বচ্চনের। পুণ্যভূমি অযোধ্যায় একের পর এক বিনিয়োগ করে চলেছেন তিনি। এই মন্দির-শহরে নিজের চতুর্থ সম্পত্তি অধিগ্রহণ করলেন কিংবদন্তি অভিনেতা। হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, সম্প্রতি প্রায় ৪০ কোটি টাকা দিয়ে ২৫০০০ বর্গফুটের একটি বিশাল জমি কিনেছেন অমিতাভ বচ্চন। ঝাঁ-চকচকে এবং বিলাসবহুল সরযূ রিয়েল এস্টেট প্রকল্পের নিকট অবস্থিত অভিনেতার এই জমিটি। এমনকী এই প্রকল্পেও আগে প্রায় ১৪.৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তিনি।
advertisement
শুধু এই জমিই কেনেননি। এর পাশাপাশি বলিউডের প্রযোজক আনন্দ পণ্ডিতের মালিকানাধীন একটি রিয়েল এস্টেট ফার্মে ২০ কোটি টাকা (প্রত্যেকটিতে ১০ কোটি টাকা করে) বিনিয়োগ করেছেন তিনি। এভাবে নিজের রিয়েল এস্টেট হোল্ডিংয়ের ক্ষেত্রে বিশেষ করে অযোধ্যায় কৌশলগত ভাবে বৈচিত্র্য আনছেন অভিনেতা, এমনটাই মনে করা হচ্ছে। আসলে বর্তমানে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জেরে দুর্ধর্ষ পরিকাঠামো এবং পর্যটনের ব্যাপক উন্নতি হয়েছে। (Photo: PTI)
advertisement
আসলে রাম মন্দির নির্মাণের ঠিক আগেই ৪.৫৪ কোটি টাকার বিনিময়ে একটি ৫৩৭২ বর্গফুট জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন। সেখান থেকেই পুণ্যভূমি অযোধ্যায় বিনিয়োগ শুরু করেছিলেন তিনি। এর পাশাপাশি নিজের বাবা হরিবংশ রাই বচ্চন ট্রাস্টের অধীনে ৫৪০০০ বর্গফুট জমির রেজিস্ট্রেশন করিয়েছিলেন অভিনেতা। প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে যে, ওই জমিতে নিজের বাবার জন্য একটি স্মৃতিচিহ্ন নির্মাণ করতে চান অমিতাভ। ব্যবসায়িক সম্প্রসারণের মাঝেই এটা হতে চলেছে বাবার প্রতি তাঁর গভীর শ্রদ্ধাজ্ঞাপন। অভিনেতার আবেগের গভীর যোগের প্রসঙ্গে তাঁর এক ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, এটা শুধুমাত্র রিটার্নের জন্যই নয়। আসলে অযোধ্যার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্যের ব্যাপক পৃষ্ঠপোষক অমিতাভ বচ্চন। (File Photo)
advertisement
অযোধ্যায় অভিনেতার রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে স্বাভাবিক ভাবেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। এদিকে বাণিজ্যনগরী মুম্বইয়ে সম্প্রতি ৮৩ কোটি টাকায় আন্ধেরির একটি ড্যুপ্লে অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন অমিতাভ। ২০২১ সালে এই সম্পত্তিটা ৩১ কোটি টাকায় কিনেছিলেন তিনি। তিন বছরেরও বেশি সময়ে অমিতাভের এই বিনিয়োগ দ্বিগুণেরও বেশি মুনাফা দিয়েছে। ২০২৩ সালে পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে যৌথ ভাবে ১০টি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেতা। সব মিলিয়ে এই সব কটি অ্যাপার্টমেন্টের দাম ২৫ কোটি টাকা।
advertisement
এদিকে গত বছর নির্বাচনের সময় অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনের সম্পত্তি সংক্রান্ত হলফনামায় উঠে এসেছিল বচ্চন পরিবারের মোট সম্পত্তির মূল্য। সেই হলফনামায় জানা গিয়েছে যে, বর্ষীয়ান এই তারকা দম্পতির মোট সম্পত্তির মূল্য প্রায় ১৫৭৮ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ৮৪৯.১১ কোটি টাকার অস্থাবর এবং ৭২৯.৭৭ কোটি টাকার স্থাবর সম্পত্তি। বর্তমানে অমিতাভের সম্পত্তি অধিগ্রহণ এবং বেচা-কেনা বেড়েই চলেছে। ফলে এই এক বছরে তাঁদের সম্পত্তির অঙ্কটা আরও অনেক বেশি হয়ে গিয়েছে।