এই মুহূর্তে চলছে রাখি বন্ধনের প্রস্তুতি। আর সেই ভালবাসার উৎসবেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। ভার্চুয়াল রাখি বন্ধনের কথা ভাবছেন ভারতের নাগরিকরাও। আসলে পৃথিবীটা যেমন প্রযুক্তির কল্যাণে কাছে এসেছে, তেমনই সম্পর্ক আর সম্পর্কিত মানুষেরা অনেকটা দূরে চলেছে গিয়েছেন। তাই দূর থেকে যোগাযোগ রাখার জন্য কম্পিউটার, ফোন ব্যবহার করতেই হয়। যে ভাই ও বোনেরা অনেক দূরে থাকেন, তাঁরা বিশেষ অনলাইন মিটিং করতে পারে এই রাখি বন্ধন উপলক্ষ্যে।
advertisement
সব থেকে বড় বিষয় হল ভাইয়েরা তাঁদের আদরের বোনদের জন্য অনলাইনে উপহারও পাঠাতে পারে। সেজন্য আর কোনও দোকানে যাওয়ার বা লাইনে দাঁড়ানোর দরকার হয় না। আঙুলের ছোঁয়াতেই পছন্দ করে বিশেষ উপহার কিনে ফেলা সম্ভব। তা সরাসরি পৌঁছে যাবে দূর দেশে থাকা বোনের কাছেও। একই ভাবে দূরে থাকা ভাইকেও রাখি পাঠাতে পারেন বোনেরা।
আরও পড়ুন-হাওয়ায় উড়ে গেল মিনি ড্রেস! ফের ট্রোলড শ্রাবন্তী, শেষমেশ যা করলেন, ভিডিও ভাইরাল
রাখি বন্ধনের প্রতিটি সুন্দর মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সুন্দর সুন্দর রাখি, বিশেষ উপহার, ভাই আর বোনের হাসি মুখ সবই ভাগাভাগি হয় সকলের সঙ্গে। যেমন হয় অন্য সমস্ত উৎসব। একটা সময় ছিল যখন, অনেক কষ্ট করে হলেও বোনেরা যেতেন ভাইয়েদের কাছে, হাতে রাখি বাঁধতে। অথবা, ঠিক একই ভাবে বছরের এই একটা দিনে ভাই আসতেন বোনের কাছে। সেই উৎসব পালনের অন্য উষ্ণতা ছিল। ভার্চুয়াল উৎসবে বদলে যাচ্ছে সেই উষ্ণতার আবেগ। তবু উৎসব তো রয়েছেই।
আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?
২০২৩ সালে রাখি বন্ধন আর শুধুমাত্র রাখি বাঁধা এবং মুখোমুখি বসে উপহার দেওয়া-নেওয়া নয়। বরং সোশ্যাল মিডিয়া, প্রযুক্তিকে ব্যবহার করে যোগাযোগ বাড়িয়ে তোলার অঙ্গ। প্রযুক্তি উদযাপনের নতুন উপায় করে দিয়েছে।