TRENDING:

How to Take Screenshots in Windows | Windows ল্যাপটপে ক্রোমের স্ক্রিনশট? কাজে লাগান সহজ এই উপায়

Last Updated:

How to Take Screenshots in Windows | গুগল ক্রোমের এই ফিচারের সাহায্যে গ্রাহকরা যে কোনও ওয়েবপেজের স্ক্রিনশট নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
How to Take Screenshots in Windows: এই মূহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম (Google Chrome)। আমরা অনেকেই বহু বছর ধরে এই ক্রোম ব্যবহার করলেও গুগলের বেশ কিছু ফিচার আমাদের এখনও অজানা। ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ ও দ্রুত করতে গুগল ক্রোমেরর একাধিক ফিচার রয়েছে। এদের মধ্যে গুগল ক্রোম স্ক্রিনশট টুল অন্যতম। গুগল ক্রোমের এই ফিচারে একাধিক মেনু রয়েছে যার সাহায্যে ব্যবহারকারীরা লিঙ্ক কপি করা, ডিভাইসে লিঙ্ক পাঠানো, QR কোড করা, প্রিন্ট বা স্ক্রিনশটের মতো আরও নানা কিছু করতে পারেন।
advertisement

গুগল ক্রোমের এই ফিচারের সাহায্যে গ্রাহকরা যে কোনও ওয়েবপেজের স্ক্রিনশট নিতে পারেন। এই স্ক্রিনশট টুলটি অন্যান্য থার্ড পার্টি স্ক্রিনশট টুলের সাহায্য না নিয়েই করা যাবে। এতে ব্রাউজারে থার্ড পার্টির ব্যবহারের ঝুঁকি থাকছে না।

কীভাবে গুগল ক্রোমি স্ক্রীনশট অপশন এনাবেল করতে হবে?

  • প্রথমত গ্রাহকদের উইন্ডোজ কম্পিউটারে বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজার খুলতে হবে
  • advertisement

  • এরপর ফ্ল্যাগস সেটিং পেজে যেতে হবে

  • তারপর ‘Desktop Screenshot’ অপশনটি সার্চ করতে হবে

  • ‘Desktop Screenshot’-এর নিচের বাঁদিকে “Desktop Screenshots Edit Mode” অপশনে ক্লিক করতে হবে

আরও পড়ুন - এর লাভজনক অফার, একবার রিচার্জ করে সারা বছর কলিং, ডেটা ফ্রি!

advertisement

  • ‘Enabled’ অপশনটি সিলেক্ট করতে হবে

  • সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হলে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীকে ‘Relaunch’-এর অপশন দেবে

  • পেজ একবার Relaunch হলেই ফিচারটি গ্রাহকের ব্রাউজারে এনেবল হয়ে যাবে

গুগল ক্রোমে কীভাবে স্ক্রিনশট নেওয়া যাবে?

  • গুগল ক্রোমে স্ক্রিনশট নিতে হলে ব্যবহারকারীকে ‘Share this Page’ অপশনে ক্লিক করতে হবে
  • advertisement

আরও পড়ুন - WhatsApp দিয়ে কী ভাবে ব্যবহার করবেন Digilocker? দেখে নিন এক নজরে

  • এরপর নিচের মেনু বার থেকে ‘স্ক্রিনশটে’র অপশনটিতে ক্লিক করতে হবে

  • এরপর ব্যবহারকারী যে অংশটির স্ক্রিনশট নিতে চান সেটি সিলেক্ট করলে অটোমেটিক ভাবে ক্রম সেটি স্ক্রিনশট নিয়ে ক্লিপ বোর্ডে পেস্ট করে দেবে
  • advertisement

  • এরপর ব্যবহারকারী ডাউনলোড এবং এডিটের দুটি অপশন পাবেন। সে ক্ষেত্রে তাঁরা সুবিধে অনুযায়ী ডাউনলোড বা এডিট দুই করতে পারেন। ডাউনলোড করা ইমেজটি পিএনজি ইমেজের মাধ্যমে ডিভাইসে সেভ হবে। এডিটের জন্য এডিট অপশনে ক্লিক করে ‘Screen Image Editor’ ট্যাব খুলে ব্যবহারকারী বিভিন্ন টুলসের মাধ্যমে ইমেজটি এডিট করতে পারবেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
How to Take Screenshots in Windows | Windows ল্যাপটপে ক্রোমের স্ক্রিনশট? কাজে লাগান সহজ এই উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল