TRENDING:

বিজ্ঞানের বিরাট সাফল্য! পৃথিবীরে বাঁচাতে গ্রহাণুর পথ ঘুরিয়ে দিল নাসা, গল্প শুনলে শিউরে উঠবেন

Last Updated:

নাসার পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মঙ্গলবার নাসা পালন করল এক অদ্ভুত সাফল্যের অবকাশ৷ ধরে নেওয়া যাক পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক গ্রহাণু৷ হয়ত পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হবে তার৷ সে মুহূর্তে কী করবে বিজ্ঞান৷ নানা ভাবে প্রাণ বাঁচানোর ব্যর্থ চেষ্টা করা ছাড়া আর তো কিছু করার নেই বিজ্ঞানের৷ কিন্তু পাল্টা যদি ধেয়ে আসা গ্রহাণুকেই পথচ্যুত করা যায়, তা হলে! তা হলে তো বেঁচে যাবে পৃথিবী৷ হ্যাঁ৷ তেমনই এক পরিস্থিতির কথায় মাথায় রেখে সফল গবেষণা করেছে নাসা৷ সেই গবেষণায় একটি গ্রহাণুকে পৃথিবীর দিকে আসার পথ থেকে সরিয়ে দেওয়ার কাজে সফল হয়েছে নাসা, আর তাতেই এক বিরাট বৈজ্ঞানিক সাফল্য দেখছে বিশ্ব৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, মুক্তি চেয়েও স্বস্তি পেলেন না মানিক

আরও পড়ুন: 'বিলম্বিত বোধোদয়', তাপস রায়কে বিস্ফোরক আক্রমণ দিলীপের! তোলপাড়

নাসার পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছে৷ একটি ছোট গ্রহাণুর উপর আঘাত হেনেছে ডবল অ্যাস্টোরয়েড রি-ডায়পেকশনে টেস্টের যান৷ সেটি সরাসরি আঘাত করে এটিকে ভেঙে দিয়েছে বেশ কয়েকটি ছোট-ছোট টুকরোয়৷ এবং এগুলির অরবিট কা কক্ষপথ পাল্টে গিয়েছে৷ প্রায় চার শতাংশ পর্যন্ত এটির অরবিটাল পিরিয়ড বদলে গিয়েছে৷ অর্থাৎ বদলে গিয়েছে ৩২ মিনিটের কক্ষপথের সময়মীমা৷ ১১ ঘণ্টা ৫৫ মিনিট থেকে এটি কমে হয়েছে ১১ ঘণ্টা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

নাসার পক্ষ থেকে এটিও বলা হয়েছে, ভবিষ্যতে যদি দেখা যায় কোনও গ্রহাণু সরাসরি পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যদি দেখা যায় তার থেকে পৃথিবীর কোনওরকম আশঙ্কা তৈরি হয়েছে, তা হলে সেটিকে যাতে ধ্বংস করা যায়, তার দিকেও নজর দেবে নাসা, নাসার প্রযুক্তি সেই উত্তরণেরই দিশা খুঁজে চলেছে৷ এই পরীক্ষার পরে তা আরও নিশ্চিত হয়ে বলা চলে৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বিজ্ঞানের বিরাট সাফল্য! পৃথিবীরে বাঁচাতে গ্রহাণুর পথ ঘুরিয়ে দিল নাসা, গল্প শুনলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল