আরও পড়ুন: হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, মুক্তি চেয়েও স্বস্তি পেলেন না মানিক
আরও পড়ুন: 'বিলম্বিত বোধোদয়', তাপস রায়কে বিস্ফোরক আক্রমণ দিলীপের! তোলপাড়
নাসার পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছে৷ একটি ছোট গ্রহাণুর উপর আঘাত হেনেছে ডবল অ্যাস্টোরয়েড রি-ডায়পেকশনে টেস্টের যান৷ সেটি সরাসরি আঘাত করে এটিকে ভেঙে দিয়েছে বেশ কয়েকটি ছোট-ছোট টুকরোয়৷ এবং এগুলির অরবিট কা কক্ষপথ পাল্টে গিয়েছে৷ প্রায় চার শতাংশ পর্যন্ত এটির অরবিটাল পিরিয়ড বদলে গিয়েছে৷ অর্থাৎ বদলে গিয়েছে ৩২ মিনিটের কক্ষপথের সময়মীমা৷ ১১ ঘণ্টা ৫৫ মিনিট থেকে এটি কমে হয়েছে ১১ ঘণ্টা
advertisement
নাসার পক্ষ থেকে এটিও বলা হয়েছে, ভবিষ্যতে যদি দেখা যায় কোনও গ্রহাণু সরাসরি পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যদি দেখা যায় তার থেকে পৃথিবীর কোনওরকম আশঙ্কা তৈরি হয়েছে, তা হলে সেটিকে যাতে ধ্বংস করা যায়, তার দিকেও নজর দেবে নাসা, নাসার প্রযুক্তি সেই উত্তরণেরই দিশা খুঁজে চলেছে৷ এই পরীক্ষার পরে তা আরও নিশ্চিত হয়ে বলা চলে৷
