TRENDING:

Microsoft Watermark: বেআইনি ভাবে উইন্ডোজ ১১ ব্যবহার করলেই আসবে ওয়াটারমার্ক, মাইক্রোসফটের নতুন নিদান!

Last Updated:

Microsoft Watermark: সিকিওরিটি সাপোর্ট না থাকলে উইন্ডোজ ১১-এর প্রয়োজনীয় আপডেট সম্পন্ন করা যাবে না। এর ফলে লক্ষ লক্ষ উইন্ডোজ ব্যবহারকারী অসুবিধায় পড়বেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উইন্ডোজ ১১-এ (Windows 11) আপগ্রেড করার জন্য উইন্ডোজের গ্রাহকদের নতুন করে বার্তা পাঠাতে চাইছে মাইক্রোসফট (Microsoft)। আনসাপোর্টেড সিস্টেম বা PC-তে উইন্ডোজ ১১ ব্যবহার করতে চাইলে নানা রকম অসুবিধায় পড়বেন ব্যবহারকারীরা।
advertisement

PC ব্যবহারকারীদের উদ্দেশে নতুন পথে সতর্ক বার্তা পাঠাতে চাইছে মাইক্রোসফট। জটিল এক পন্থায় এই বার্তা পাঠাবে কোম্পানি। সেখানে বলা হবে, সিস্টেমটিতে TMP2.0 সিকিওরিটি সাপোর্ট না থাকলে উইন্ডোজ ১১-এর প্রয়োজনীয় আপডেট সম্পন্ন করা যাবে না। এর ফলে লক্ষ লক্ষ উইন্ডোজ ব্যবহারকারী অসুবিধায় পড়বেন।

লক্ষাধিক উইন্ডোজ ব্যবহারকারী Windows 11 আপগ্রেড করাতে পারবেন না। কিন্তু চোরাগোপ্তা নানা পথে উইন্ডোজের আপগ্রেডেড ভার্সন ইনস্টল করে ফেলতে পারেন ব্যবহারকারীরা। আর তেমনটা তাঁরা করেই থাকেন হামেশা। এমনকী উইনডোজ ৭ ব্যবহারকারীরাও এ ধরনের কৌশলে আপগ্রেড করা ভার্সন ব্যবহার করতে অভ্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু এ বার থেকে সেখানেই সমস্যায় পড়বেন তাঁরা।

advertisement

আরও পড়ুন : মোবাইল গেম এ বার আরও আকর্ষণীয়, বাজারে আসছে ন্যুবিয়া রেড ম্যাজিক ৭ গেমিং মোবাইল!

এমন ঘটনা ঘটলে এ বার থেকে ওয়াটার মার্ক পাঠাবে মাইক্রোসফট। অর্থাৎ কোনও ব্যবহারকারী যদি আনসাপোর্টেড PC থেকে উইন্ডোজ ১১ ব্যবহার করে থাকেন তা হলে অচিরেই তাঁকে ওয়াটারমার্ক পাঠাবে সংস্থা। তাতে স্পষ্ট করে বলা হবে “system requirements not met.”

advertisement

জানা গিয়েছে, এই ওয়াটার মার্ক অ্যালার্ট পাঠানোর বিষয়টি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট। তবে স্ক্রিনের একেবারে ডানদিকে নিচে টাস্কবারের উপরে এই ওয়াটারমার্ক আসবে।

আরও পড়ুন : এ বার গুগল হবে আরও কালো, ডার্ক মোড নিয়ে আসছে নতুন আপডেট!

মাইক্রোসফটের দাবি, এর আগে তারা বহুবার উইনডোজ ব্যবহারকারীদের সতর্ক করেছে যে তাঁরা যেন আসল সফটওয়্যার ভার্সনই ব্যবহার করেন। কিন্তু তাতে কর্ণপাত করেন না বিশ্বের তাবড় উইনডোজ ব্যবহারকারী। এখনও লক্ষ লক্ষ মানুষ উইনডোজ ৭ এমনকী XP ভার্সনও ব্যবহার করে যাচ্ছেন। কিন্তু সংস্থার তরফে একটা বড় পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। আর উইন্ডোজ ১১ দিয়েই তার সূচনা হবে বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন : ব্যবহার হতে চলেছে গুগলের স্মার্টওয়াচে; এক নজরে দেখে নিন গুগলের নতুন ওএস ৩!

টাস্ক বারের কাছে ওয়াটার মার্ক পাঠানোর পাশাপাশি মাইক্রোসফট সিস্টেম সেটিং অ্যাপের মেসেজ-এও বিশেষ বার্তা পাঠিয়ে রাখবে বলে জানা গিয়েছে। উইন্ডোজ মেশিনের একেবারে ডানদিকের নিচে যেখানে ডিভাইসের নাম থাকে সেখানেই থাকে সিস্টেম সেটিংস অ্যাপ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আনসাপোর্টেড ভাবে উইনডোজ ১১ ইনস্টল করতেও নিষেধাজ্ঞা জারি করেছে মাইক্রোসফট। এতে নিরাপত্তা-সহ নানা ধরনের আপডেট নিতে অসুবিধা হতে পারে ব্যবহারকারীদের।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Microsoft Watermark: বেআইনি ভাবে উইন্ডোজ ১১ ব্যবহার করলেই আসবে ওয়াটারমার্ক, মাইক্রোসফটের নতুন নিদান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল