Nubia Red Magic 7 Gaming Smartphone : মোবাইল গেম এ বার আরও আকর্ষণীয়, বাজারে আসছে ন্যুবিয়া রেড ম্যাজিক ৭ গেমিং মোবাইল!

Last Updated:

গত সপ্তাহেই চিনে লঞ্চ করেছে ন্যুবিয়া রেড ম্যাজিক ৭ (Nubia Red Magic 7) গেমিং মোবাইল।

গত সপ্তাহেই চিনে লঞ্চ করেছে ন্যুবিয়া রেড ম্যাজিক ৭ (Nubia Red Magic 7) গেমিং মোবাইল। খুব শীঘ্রই তা বিশ্ব বাজারেই আসতে চলেছে বলে জানা গিয়েছে সংস্থার তরফে। নতুন ন্যুবিয়া গেমিং স্মার্ট ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ চিপসেট। এই স্মার্টফোনে ১৮ GB RAM, 165Hz হাই রিফ্রেশ রেট ডিসপ্লে তো আছেই, তার সঙ্গে রয়েছে দ্রুত চার্জিংয়ের ক্ষমতা।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই ফোনে রাখা হচ্ছে বিশেষ কুলিং সিস্টেম। আসলে যাঁরা ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে গেম খেলবেন তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। যাতে দীর্ঘক্ষণ গেম খেলা হলেও তা গরম না হয়ে যায়। অ্যন্ড্রয়েড ১২ অপরেটিং ব্যবস্থা রয়েছে এই মোবাইলে।
আরও পড়ুন : এ বার গুগল হবে আরও কালো, ডার্ক মোড নিয়ে আসছে নতুন আপডেট!
ন্যুবিয়া রেড ম্যাজিক ৭ স্মার্ট ফোনের দাম শুরু হচ্ছে ৬২৯ ডলার থেকে। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৪৬,৯০০ টাকার কাছাকাছি। এই দামে পাওয়া যাবে ১২GB RAM + ১২৮GB স্টোরেজের বেসিক মডেল। ১৬GB + ২৫৬GB মডেলের দাম পড়বে ৭২৯ ডলার অর্থাৎ প্রায় ৫৪,৩০০টাকা। ১৮GB RAM + ২৫৬GB স্টোরেজের দাম পড়বে ৭৯৯ ডলার বা প্রায় ৫৯,৬০০ টাকা। জানা গিয়েছে, আগামী ১০ মার্চের পর বিশ্বের একাধিক দেশে এই মোবাইলের বিক্রি শুরু করতে চলেছে সংস্থা।
advertisement
advertisement
১. ফুল HD+ রেজোলিউশন।
২. ৬.৮-ইঞ্চি AMOLED ডিসপ্লে
advertisement
৩. ১৬৫Hz রিফ্রেশ রেট, ৭২০Hz টাচ স্যাম্পলিং রেট
৪. ১৮GB পর্যন্ত RAM এবং ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ
৫. নতুন Snapdragon 8 Gen 1 চিপসেট
৬. ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। ৬৪-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর।
একটি ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং একটি ২-মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
৭. ৮-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৮. এরই পাশাপাশি রয়েছে কুলিং টেকনোলজি। যে হেতু রেড ম্যাজিক সিরিজের প্রধান বিষয় গেমিং, তাই ফোনে বাতাসের পরিমাণ ৩৫ শতাংশ বাড়ানোর জন্য কুলিং সিস্টেম উন্নত করা হয়েছে। এতে ফোন গরম হবে না।
advertisement
৯. গেম খেলার উপযোগী ডুয়াল শোল্ডার ট্রিগার।
১০. গ্লোবাল মডেলটিতে ৬৫W চার্জিং সম্ভব।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Nubia Red Magic 7 Gaming Smartphone : মোবাইল গেম এ বার আরও আকর্ষণীয়, বাজারে আসছে ন্যুবিয়া রেড ম্যাজিক ৭ গেমিং মোবাইল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement