Reliance Jio Fiber Broadband Internet Plans
রিলায়েন্স জিওর জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের বিভিন্ন ধরনের অফার রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ১০০০ টাকার মধ্যে জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের প্ল্যান।
- জিও ফাইবারের ৩৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ৩০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
advertisement
- জিও ফাইবারের ৬৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ১০০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
আরও পড়ুন - জলবায়ু থেকে শস্যের সঠিক দাম, কৃষকদের সব রকম সুবিধা দেবে এই বিশেষ অ্যাপ
- জিও ফাইবারের ৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ১৫০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে। এছাড়াও আনলিমিটেড ডেটার সুবিধা এবং ১ বছরের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনের সুবিধা। এর মধ্যে রয়েছে Amazon Prime Video, Disney+ Hotstar, Sony Liv, Zee 5, Discovery+, Jio Cinema।
Airtel Xtreme Fibre Broadband Internet Plans
- এয়ারটেল এক্সট্রিম ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের ৭৯৯ টাকার প্ল্যানে ১ মাস ধরে ১০০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
- এয়ারটেল এক্সট্রিম ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের ৯৯৯ টাকার প্ল্যানে ১ মাস ধরে ২০০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
Excitel Fibre Broadband Internet Plans
- এই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে ৬৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ১০০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
আরও পড়ুন - শেয়ার করা যাবে গুগল ক্রোম ট্যাব ডেক্সটপ থেকে স্মার্টফোনে, জেনে নিন কীভাবে!
- এই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে ৭৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ২০০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
- এই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে ৮৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ৩০০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
BSNL Broadband Plans
- ২৯৯ টাকার প্ল্যানে ১০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে কিন্তু ১০০জিবি ডেটা পর্যন্ত।
- ৩৯৯ টাকার প্ল্যানে ১০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে কিন্তু ২০০জিবি ডেটা পর্যন্ত।
- ৫৫৫ টাকার প্ল্যানে ১০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে কিন্তু ৫০০জিবি ডেটা পর্যন্ত।
-৭৭৯ টাকার প্ল্যানে ১০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে কিন্তু ৭৭৯জিবি ডেটা পর্যন্ত।