এম-কবচ অ্যাপ ব্যবহার করার উপায় - (how to use M-Kavach app)
স্টেপ ১ - প্রথমেই নিজেদের ফোনে ডাউনলোড করতে হবে এই অ্যাপ। কিন্তু এই অ্যাপ ডাউনলোড করার সময় অনেকগুলো স্টেপ মেনে চলা প্রয়োজন। এই অ্যাপ ডাউনলোড করার সময় নিজেদের ফোনের কয়েকটি অ্যাকসেস দিতে হবে। এর মধ্যে রয়েছে ফোনের ক্যামেরা।
advertisement
স্টেপ ২ - নিজেদের ফোনের অ্যাকসেসের অনুমতি দেওয়ার পর যেতে হবে সেই অ্যাপের হোমস্ক্রিনে। সেখানে দেখা যাবে Other অপশন।
আরও পড়ুন - আধার কার্ডের সাহায্যে মিলবে অনলাইন ই-প্যান কার্ড, জেনে নিন উপায়
স্টেপ ৩ - এরপর প্রথমেই দেখা যাবে সিকিওর স্টোরেজ (Secure Storage)। ফোনের সিকিউরিটি সলিউসনের জন্য তৈরি করে নিতে হবে নিজেদের পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড। এ ছাড়াও প্রত্যেকটি ফাইল, ভিডিও এবং ইমেজের অ্যাকসেসের জন্য ব্যবহার করা যেতে পারে পিন (PIN) কোড। এর ফলে সুরক্ষিত থাকবে নিজেদের ফোনের সমস্ত স্টোরেজ।
স্টেপ ৪ - এরপর ফোন কল এবং এসএমএসের (SMS) জন্য তা ফিল্টার করা যেতে পারে। এই অপশনের মাধ্যমে যে কোনও ধরনের ফোন কল ব্লক করা যেতে পারে এবং মেসজেও বন্ধ করা যেতে পারে।
স্টেপ ৫ - এরপর রয়েছে অ্যান্টি-থেফট (Anti-Theft) অপশন। এর মাধ্যমে নিজেদের পছন্দের অন্য একটি ফোন নম্বর যোগ করতে হবে। কারণ, ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে ওই নম্বরের মাধ্যমে ফোনের সমস্ত কিছু ডিলিট করা যাবে। ওই ফোন নম্বর থেকে একটি মেসেজ পাঠালেই হারিয়ে যাওয়া ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে।
স্টেপ ৬ - এরপর রয়েছে ব্যাকআপ এবং রিস্টোর (Backup & Restore) অপশন। এর মাধ্যমে ফোনের সমস্ত ডেটা ব্যাক আপ হিসাবে রাখা সম্ভব। ক্লাউড সার্ভারের মাধ্যমে সেই ডেটা সুরক্ষিত রাখা সম্ভব। এর ফলে ফোন হারিয়ে গেলে বা চুরি গেলেও সেই ডেটা আবার ফিরে পাওয়া সম্ভব।
স্টেপ ৭ - এরপর রয়েছে অ্যাপ ম্যানেজার (App Manager) অপশন। এর মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে রাখা সম্ভব নিজেদের ফোনে। এর ফলে যে কেউ সেই ফোন খুলতে গেলে পাসওয়ার্ডের সনে সঙ্গে এম-কবচের পিন কোডও প্রয়োজন হবে।