TRENDING:

How to Remove Blank Pages on Microsoft Word: মাইক্রোসফট ওয়ার্ডের ব্লাঙ্ক পেজ রিমুভ করতে পারছেন না? দেখে নিন উপায়

Last Updated:

Microsoft Word ডকুমেন্টের ক্ষেত্রে অনেক সময়েই দেখা যায় কিছু ব্ল্যাঙ্ক বা অতিরিক্ত ফাঁকা পাতা এসে গিয়েছে। সে গুলি না চাইলেও সেখানে দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
How to Remove Blank Pages on Microsoft Word: এমএস ওয়ার্ড (MS Word) একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন। বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এমএস ওয়ার্ড। কিন্তু অনেক সময়েই এখানে কিছু সমস্যা দেখা যায়। অনেক ইউজারই এই ধরনের সমস্যার সম্মুখীন হন। Word ডকুমেন্টের ক্ষেত্রে অনেক সময়েই দেখা যায় কিছু ব্ল্যাঙ্ক বা অতিরিক্ত ফাঁকা পাতা এসে গিয়েছে। সে গুলি না চাইলেও সেখানে দেখা যায়। সেই সকল ব্ল্যাঙ্ক এবং অতিরিক্ত পাতা ডিলিট করার জন্য সরাসরি কোনও ডিলিট অপশনও পাওয়া যায় না। এর ফলে কাজের সময় সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এটি ডিলিট করার নির্দিষ্ট কয়েকটি উপায় রয়েছে (How to remove blank pages on microsoft word)। এর মাধ্যমে খুব সহজেই ডিলিট করা যায় এমএস ওয়ার্ডের অতিরিক্ত এবং ব্ল্যাঙ্ক পেজ।
advertisement

রিপ্লেস টুলের মাধ্যমে এমএস ওয়ার্ডের পেজ ডিলিট করার উপায় –

- প্রথমেই ওপেন করতে হবে এম এস ওয়ার্ডের ওয়ার্ড ফাইল। এরপর যেই পেজ ডিলিট করতে চান সেই পেজের যে কোনও জায়গায় ক্লিক করতে হবে।

- এরপর উইন্ডোজের ক্ষেত্রে প্রেস করতে হবে 'ctrl+G, এবং ম্যাকের ক্ষেত্রে প্রেস করতে হবে 'Option+command+G'।

advertisement

- এরপর সিলেক্ট করতে হবে গো টু সেকশন এরপর এন্টার করতে হবে সেই পেজ নম্বর।

আরও পড়ুন - আধার কার্ডের সাহায্যে মিলবে অনলাইন ই-প্যান কার্ড, জেনে নিন উপায়

- এরপর ক্লিক করতে হবে এন্টার অপশনে এবং এরপরে ক্লোজ অপশনে।

- এরপর একবার দেখে নিতে হবে সেই পেজটিকেই ডিলিট করতে চান কিনা। এরপর সেটি সিলেক্ট করতে হবে।

advertisement

- এরপর ডিলিট অথবা ব্যাকস্পেস বাটনে ক্লিক করতে হবে।

ব্যাকস্পেস এবং ডিলিট অপশনের মাধ্যমে এমএস ওয়ার্ডের পেজ ডিলিট করার উপায় -

- প্রথমেই সিলেক্ট করতে হবে পুরো পেজ যেটা ডিলিট করতে চান। এটা কারসার অথবা কন্ট্রোল+এ সিলেক্ট করেও করা যাবে।

- এরপর ক্লিক করতে হবে ডিলিট অথবা ব্যাকস্পেস বাটনে।

advertisement

আরও পড়ুন - কম খরচে দারুণ সুবিধা! এক নজরে দেখে নিন ১০০০ টাকার মধ্যে সবথেকে ভাল ফাইবার ব্রডব্যান্ড ইন্টারনেট প্ল্যান

- এরপরেই এমএস ওয়ার্ডের আনওয়ান্টেড পেজ ডিলিট হয়ে যাবে এমএস ওয়ার্ডের ফাইল থেকে।

এমএস ব্ল্যাঙ্ক পেজ রিমুভ করার উপায় -

- প্রথমেই হোল্ড করতে হবে ctrl+shift+8 বাটন। এটি উইন্ডোজের ক্ষেত্রে। ম্যাকের ক্ষেত্রে হোল্ড করতে হবে command+8।

advertisement

- এরপর সিলেক্ট করতে হবে প্যারাগ্রাফ মেকার। এরপর সেখানের আইকনে ডবল ক্লিক করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

- এরপর ক্লিক করতে হবে ডিলিট অথবা ব্যাকস্পেস বাটনে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
How to Remove Blank Pages on Microsoft Word: মাইক্রোসফট ওয়ার্ডের ব্লাঙ্ক পেজ রিমুভ করতে পারছেন না? দেখে নিন উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল