রিপ্লেস টুলের মাধ্যমে এমএস ওয়ার্ডের পেজ ডিলিট করার উপায় –
- প্রথমেই ওপেন করতে হবে এম এস ওয়ার্ডের ওয়ার্ড ফাইল। এরপর যেই পেজ ডিলিট করতে চান সেই পেজের যে কোনও জায়গায় ক্লিক করতে হবে।
- এরপর উইন্ডোজের ক্ষেত্রে প্রেস করতে হবে 'ctrl+G, এবং ম্যাকের ক্ষেত্রে প্রেস করতে হবে 'Option+command+G'।
advertisement
- এরপর সিলেক্ট করতে হবে গো টু সেকশন এরপর এন্টার করতে হবে সেই পেজ নম্বর।
আরও পড়ুন - আধার কার্ডের সাহায্যে মিলবে অনলাইন ই-প্যান কার্ড, জেনে নিন উপায়
- এরপর ক্লিক করতে হবে এন্টার অপশনে এবং এরপরে ক্লোজ অপশনে।
- এরপর একবার দেখে নিতে হবে সেই পেজটিকেই ডিলিট করতে চান কিনা। এরপর সেটি সিলেক্ট করতে হবে।
- এরপর ডিলিট অথবা ব্যাকস্পেস বাটনে ক্লিক করতে হবে।
ব্যাকস্পেস এবং ডিলিট অপশনের মাধ্যমে এমএস ওয়ার্ডের পেজ ডিলিট করার উপায় -
- প্রথমেই সিলেক্ট করতে হবে পুরো পেজ যেটা ডিলিট করতে চান। এটা কারসার অথবা কন্ট্রোল+এ সিলেক্ট করেও করা যাবে।
- এরপর ক্লিক করতে হবে ডিলিট অথবা ব্যাকস্পেস বাটনে।
- এরপরেই এমএস ওয়ার্ডের আনওয়ান্টেড পেজ ডিলিট হয়ে যাবে এমএস ওয়ার্ডের ফাইল থেকে।
এমএস ব্ল্যাঙ্ক পেজ রিমুভ করার উপায় -
- প্রথমেই হোল্ড করতে হবে ctrl+shift+8 বাটন। এটি উইন্ডোজের ক্ষেত্রে। ম্যাকের ক্ষেত্রে হোল্ড করতে হবে command+8।
- এরপর সিলেক্ট করতে হবে প্যারাগ্রাফ মেকার। এরপর সেখানের আইকনে ডবল ক্লিক করতে হবে।
- এরপর ক্লিক করতে হবে ডিলিট অথবা ব্যাকস্পেস বাটনে।