পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করার উপায় (PDF to Word converter online) -
বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের অনলাইন টুলস রয়েছে পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করার জন্য। কিন্তু এই সাইটের মাধ্যমে করা যেতে পারে পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট - https://smallpdf.com/pdf-to-word
স্টেপ ১ - এই সাইটে গিয়ে দেখা যাবে একটি ব্লু বক্স রয়েছে। সেখানে গিয়ে চুজ ফাইল করতে হবে। এরপর সেই বক্সে নিজেদের পিডিএফ ফাইল আপলোড করতে হবে।
advertisement
স্টেপ ২ - এরপর সেই ফাইল আপলোড হয়ে গেলে ক্লিক করতে হবে কনভার্ট টু ওয়ার্ড।
আরও পড়ুন - আধার কার্ডের সাহায্যে মিলবে অনলাইন ই-প্যান কার্ড, জেনে নিন উপায়
স্টেপ ৩ - এভাবেই নিজেদের পিডিএফ ফাইল কনভার্ট হয়ে যাবে ওয়ার্ড ফাইলে।
স্টেপ ৪ - এরপর সেটি ডাউনলোড করতে চাইলে খুব সহজেই সেটি ডাউনলোড করা যাবে।
অফলাইনে পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করার উপায় (PDF to Word converter offline) -
এর জন্য বিভিন্ন ধুরনের সফটওয়্যার রয়েছে। তার মধ্যে থেকে একটি সফটওয়্যার বেছে ইন্সটল করতে হবে নিজেদের ডিভাইসে। ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট সফটওয়্যার নিজেদের ডিভাইসে ইন্সটল করা যেতে পারে অফলাইনে পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করার জন্য (Convert PDF to Word)। এক নজরে দেখে নিন সেই উপায় -
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে সেই সফটওয়্যার।
স্টেপ ২ - এরপর সিলেক্ট করতে হবে সেই পিডিএফ ফাইল, যা পিডিএফ থেকে ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করতে চান।
স্টেপ ৩ - এরপর সেই পিডিএফ ফাইল সিলেক্ট করলেই খুব সহজেই সেই পিডিএফ ফাইল কনভার্ট হয়ে যাবে ওয়ার্ড ডকুমেন্টে।