১) একাধারে টেক্সট এবং ইমেজ সার্চ -
গুগলে একই সঙ্গে টেক্সট এবং ইমেজের মাধ্যমে সার্চ করা সম্ভব। অর্থাৎ, টাইপ করে যেমন, তেমনই ক্যামেরা অন করে ছবি তুলে এবং 'অ্যাড টু ইউর সার্চ' বাটন ব্যবহার করে ছবি দিয়ে সার্চ করা সম্ভব।
২) ভয়েস বা কণ্ঠস্বর ব্যবহার করে সার্চ -
advertisement
Google অ্যাপের মাইক আইকন সিলেক্ট করে নিজেদের ভয়েস ব্যবহার করে সার্চ করা যেতে পারে। এ ক্ষেত্রে যা কিছু বলা হবে তাই খুঁজে এনে দেবে Google।
৩) নিজেদের পছন্দের বিষয় -
গুগলে নিজেদের পছন্দের বিষয় খোঁজ করার জন্য Discover ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে নিজেদের পছন্দের গান, খেলা ইত্যাদি বিভিন্ন বিষয় সার্চ করা যাবে গুগলে।
৪) ক্যালেন্ডার আপডেট -
Google অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তৈরি করা যায় ‘ক্যালেন্ডার ইভেন্ট’। এই বিশেষ ক্যালেন্ডারে গুছিয়ে রাখা যায় গুরুত্বপূর্ণ দিন এবং তার নিজস্ব কর্মসূচি ইত্যাদি। অ্যালার্ম সেট করে রাখলে তা নির্দিষ্ট সময়ে নোটিফিকেশনও দেবে। পরবর্তীতে সেই ক্যালেন্ডার আপডেটও করা যাবে।
আরও পড়ুন - এবার Instagram-এ পিন করে রাখা যাবে পোস্ট, আসছে নতুন ফিচার
৫) কপি করা যাবে হাতে লেখা নোট -
Google লেন্সের মাধ্যমে হাতে লেখা কপি পেস্ট করে সার্চ করা যায়। এ ক্ষেত্রে কিছু লিখে কপি পেস্ট করলেই হবে।
৬) ফোন এবং মেসেজ করা যাবে -
Google অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে নিজেদের ভয়েস ব্যবহার করে ফোন কল করা যায়। পাঠানো যায় মেসেজও।
৭) অটোফিল অ্যাড্রেস এবং পেমেন্ট ইনফরমেশন -
Google অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায় অটোফিল সেভড ইনফরমেশন। অর্থাৎ নিজের নাম, ধাম, ট্রান্সাকশন ডিটেল প্রভৃতি— ইমেল আইডি-র মাধ্যমে সেভ করে রাখা যায়। ই শপিংয়ের চেকআউটেরর সময় ইমেল আইডির মাধ্যমেই নিজে থেকে তা পূরণ হয়ে যায়।
8) নতুন বিষয় এবং কনসেপ্ট -
Google অ্যাপের মাধ্যমে জানা যাবে নতুন নতুন বিষয় এবং কনসেপ্ট।
আরও পড়ুন - এই ১০টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
৯) ট্রান্সলেট বা অনুবাদ-
গুগলের লেন্সের মাধ্যমে ট্রান্সলেট করা যায় প্রায় ১০০ টির বেশি ভাষা। এর মধ্যে রয়েছে স্প্যানিশ এবং অ্যারাবিকের মতো ভাষা। এর ফলে যে কেউ নিজেদের পছন্দের ভাষায় পরিবর্তন করতে পারবে অজানা ভাষা।
১০) হোমওয়ার্ক -
Google লেন্সের মাধ্যমে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট যে কোনও বিষয়ে সাহায্য পেতে পারে। এর ফলে তাদের যে কোনও বিষয়ে হোমওয়ার্ক করতে সুবিধা হবে।
১১) অগমেন্টেড রিয়েলিটি -
Google লেন্সের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে ৩ডি অবজেক্ট এবং কনসেপ্ট।