advertisement
৯টু৫ গুগল লক্ষ্য করেছে একটি নতুন ফিচার। তারা লক্ষ্য করেছে যে গুগল ফটোর বাঁদিকের কোণে নতুন দুটি অপশন দেখতে পাওয়া গিয়েছে। এর মধ্যে একটি হল টুডে এবং আরেকটি হল ইয়েসটারডে। নতুন এই ফিচার লক্ষ্য করা গিয়েছে আগের সপ্তাহে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি ফোনেই দেখা গিয়েছে নতুন এই ফিচার। সুতরাং যারা এই অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করছে, সেই সকল ইউজার ব্যবহার করতে পারবে নতুন এই ফিচার।
আরও পড়ুন - iPhone-এর ব্যাটারি নিঃশেষিত হচ্ছে দ্রুত? আপনার হাতেই রয়েছে সহজ উপায়
আরও পড়ুন - WhatsApp Pay-তে এবার থেকে নতুন নিয়ম চালু! আর টাকা জালিয়াতির ভয় থাকবে না!
এই মাসেই অনুষ্ঠিত হয়েছে গুগলের আই/ও ২০২২ (Google I/O 2022) ইভেন্ট। সেখানে লঞ্চ করা হয় একগুচ্ছ নতুন সফটওয়্যার এবং হার্ডওয়্যার। গুগলের সেই ইভেন্টে ঘোষণা করা হয় Pixel 6a, Pixel Watch, Pixel Tab, Pixel Buds Pro এবং Pixel 7 সিরিজ। এছাড়াও গুগলের এই ইভেন্টে ঘোষণা করা হয় Android 13-র। এছাড়াও ঘোষণা করা হয় প্যালেট অফ ১০ স্কিন টোন। এর মাধ্যমে ইউজাররা বিভিন্ন ধরনের গ্যাজেট এবং অ্যাপে উন্নত কালার পরিষেবা পাবে। এছাড়াও কোম্পানির তরফে ঘোষণা করা হয় নতুন মঙ্ক স্কিন টন স্কিল। এছাড়াও গুগলের এই ইভেন্টে ঘোষণা করা হয়েছে স্মার্টওয়াচের। এর মধ্যে রয়েছে হার্ট রেট সেন্সর, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, ফেসিয়াল রেকগনিশন ইত্যাদি।