এছাড়াও গুগল পে ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যায়। এছাড়াও গ্রাহকের ফোন নম্বর এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করেও গুগল পে-র মাধ্যমে পেমেন্ট করা সম্ভব। গুগল পে-র মাধ্যমে মোবাইলের বিল, টেলিভিশনের রিচার্জ, বিদ্যুতের বিল, গ্যাসের টাকা এবং বিভিন্ন ধরনের কেনাকাটার পেমেন্ট করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি সহজ উপায়ে গুগল পে-র মাধ্যমে পেমেন্ট করার উপায়।
advertisement
গুগল পের মাধ্যমে ইউটিলিটি বিল পে করার উপায় -
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে গুগল পে।
স্টেপ ২ - এরপর গুগল স্ক্রিনের নিচের দিকে যেতে হবে।
আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি
স্টেপ ৩ - এরপর ক্লিক করতে হবে নিউ অপশন।
স্টেপ ৪ - এরপর টাইপ করতে হবে বিলারের নাম অর্থাৎ যাঁকে বিল পাঠাতে চাইছি আমরা।
স্টেপ ৫ - এই ক্ষেত্রে সার্চ অপশনে সার্চ করতে হবে। এখানে বিলারের নাম টাইপ করে পাওয়া যাবে তার নাম। এরপর পেমেন্ট করতে হবে।
স্টেপ ৬ - এরপর অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে।
স্টেপ ৭ - এরপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর যত টাকা দিতে চান ইউজার, সেই অ্যামাউন্ট এন্টার করতে হবে। এরপর দেখা যাবে অন দ্য বিল অপশন। এরপর ক্লিক করতে হবে পে বিল অপশন।
স্টেপ ৮ - এই ক্ষেত্রে নিজেদের পছন্দ মতো বেছে নিতে হবে বিল পেমেন্ট করার অপশন।
আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার
স্টেপ ৯ - এরপর ফলো করতে হবে অন স্ক্রিন স্টেপ।
স্টেপ ১০ - এরপর দেখতে পাওয়া যাবে সেই পেমেন্টের বিল। যার মানে বিল পেমেন্ট করা হয়ে গিয়েছে।
গুগল পে-র মাধ্যমে বিল দেখার উপায় -
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে গুগল পে।
স্টেপ ২ - এরপর স্ক্রিনের নিচে যেতে হবে স্লাইড করে।
স্টেপ ৩ - এরপর সেখানে গিয়ে বিলার অপশনে ক্লিক করতে হবে। সেখানেই গ্রাহকদের বিভিন্ন ধরনের বিল দেখা যাবে। অর্থাৎ বোঝা যাবে কোন বিল এখনও পেন্ডিং রয়েছে এবং কোন বিলের পেমেন্ট দেওয়া হয়েছে।