গুগলের তরফে দাবি করা হয়েছে, লিঙ্গ বদলানো যায় (gender-modifiable) এমন ইমোজিগুলিতে এ বার থাকবে লিঙ্গ নিরপেক্ষতার বিকল্পও। এই ইমোজি ফিচারের জন্য কোনও অ্যাডমিন নিয়ন্ত্রণ নেই। এই ফিচারটি ডিফল্ট হিসাবে চালু থাকবে। ব্যবহারকারী চাইলেও তা নিষ্ক্রিয় করতে পারবেন না।
গুগল ডক-এ এই ইমোজিগুলি ব্যবহার করতে গেলে ব্যবহারকারীকে যে কোনও লেখা বা অ্যাঙ্করের উপর ক্লিক করে বেছে নিতে হবে Add reaction আইকনে ক্লিক করতে হবে।
advertisement
আরও পড়ুন - ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নেই? আর ভয় নেই ! এই নিয়ম জানা থাকলে কেউ ধরতে পারবে না আপনাকে
আরও পড়ুন - আইফোনের ব্যাটারির সমস্যায় জেরবার? রইল মুশকিল আসানের পথ!
এই ইমোজিগুলি Google চ্যাটের ব্যবহার করা হয়। তাই একটি অ্যাপে সেট করা যে কোনও ইমোজি যা আপনার পছন্দের তা অন্য অ্যাপটিতেও প্রতিফলিত হবে। উভয় অ্যাপই পিকারের মাধ্যমে ইমোজি পছন্দ আপডেট করে ব্যবহার করা যেতে পারে।
গত কয়েক বছরে মানুষের কথোপকথনের পদ্ধতিই বদলে দিয়েছে এই ইমোজি। অনেক দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখার সবচেয়ে ভাল উপায় এখন টেক্সটিং। মুখোমুখি কথোপকথনের মতো আবেগ প্রবণতা কি ধরা পড়ে লেখালিখির মধ্যে! সে ক্ষেত্রে ইমোজি প্রায় যুগান্তকারী। আবার ইমজি দিয়েই চেপে রাখা যায় আসল মনের ভাবও। এ বার সেই ইমোজি আসছে দরকার কাজের লেখায়। স্বাভাবিক ভাবেই তা অন্যরকম বিষয়।