TRENDING:

Windows 10 বা অ্যান্টিভাইরাস আপডেট পাচ্ছেন ? সাবধান! ক্লিক করলেই হতে পারে মারাতক বিপদ

Last Updated:

এরা এই ধরনের ফেক সফটওয়্যার আপডেটের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ডেটা আনলকিং করার জন্য তাদের কাছে ২,৫০০ ডলারের দাবি করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফেক Windows 10 এবং Antivirus আপডেট থেকে এখনই সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সাইবার সিকিউরিটি রিসার্চাররা লক্ষ্য করে দেখেছেন যে একটি র‍্যানসামওয়ারের মাধ্যমে ফেক উইন্ডোজ ১০ এবং অ্যান্টিভাইরাস আপডেট করার ক্যাম্পেন শুরু করা হয়েছে। যাঁরা বাড়িতে ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহার করেন, সেই সকল ইউজারদের কাছে সফটওয়্যার আপডেট করার নাম করে এই ধরনের ফেক উইন্ডোজ ১০ এবং অ্যান্টিভাইরাস ইনস্টল করার কথা বলা হচ্ছে। এই ধরনের র‍্যানসামওয়্যার ক্যাম্পেনের নাম হল Magniber। এরা এই ধরনের ফেক সফটওয়্যার আপডেটের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ডেটা আনলকিং করার জন্য তাদের কাছে ২,৫০০ ডলারের দাবি করছে। এইচপি ট্রেড রির্সাচ টিম এই বিষয়টি সকলের সামনে এনেছে।
advertisement

এইচপি ট্রেড রিসার্চ টিমের তরফের জানানো হয়েছে যে, হ্যাকাররা এই ক্ষেত্রে খুবই ধূর্ত এক টেকনিক ব্যবহার করছে। তারা ইউজারদের মেমোরিতে এই ধরনের র‍্যানসামওয়ার চালিয়ে দিচ্ছে। এর ফলে উইন্ডোজের ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল খুব সহজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও তারা ব্যবহার করছে বাইপাসিং ডিটেকশন টেকনিক। খুব বড় ধরনের ক্ষতি করার জন্য ম্যাগনিবার ব্যবহার করা না হলেও, তারা নির্দিষ্টভাবে ড্যামেজ করছে ইউজারদের ডিভাইস।

advertisement

আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

সিকিউরিটি রিসার্চাররা লক্ষ্য করে দেখেছে যে, যে সকল ইউজার বাড়িতে ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের ওপরেই বেশি করে টার্গেট করা হচ্ছে। এই ধরনের টার্গেট করা হচ্ছে মূলত ম্যালওয়্যারের মাধ্যমে যা অপারেটিং সিস্টেম ভার্সন এবং ইউএসি বাইপাসের মাধ্যমে করা হচ্ছে। এই ইউএসি বাইপাসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ডিভাইজের শ্যাডো কপি ফাইল এবং বিভিন্ন ধরনের ব্যাকআপ ও রিকভারি ফিচার ডিলিট করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সেই ইউজাররা তাদের ডেটা রিকভার করার জন্য বাধ্য হচ্ছেন উইন্ডোজ টুলস ব্যবহার করতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপরই ইউজারদের কাছে ফেক Windows 10 এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট পাঠানো হয়। ইউজাররা একবার সেটি ডাউনলোড করলে খুব সহজেই হ্যাকারদের আয়ত্তে চলে যায় সেই ডিভাইস। তাহলে বাঁচার উপায়? এইচপি সিকিউরিটি টিম জানিয়েছে, যে সকল ইউজার বাড়িতে ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের এই ধরনের সফটওয়্যার আপডেট ডাউনলোড করা উচিত নয়। সুরক্ষিত এবং বিশ্বাসযোগ্য সোর্স ছাড়া অন্য কোথাও থেকে এই ধরনের সফটওয়্যার আপডেট করা উচিত নয়। এছাড়াও প্রতিদিন নিজেদের ডেটার ব্যাকআপ রাখতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Windows 10 বা অ্যান্টিভাইরাস আপডেট পাচ্ছেন ? সাবধান! ক্লিক করলেই হতে পারে মারাতক বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল