কোম্পানির দাবি যে A3 Pro এর ডিসপ্লেটিও ওয়াটারপ্রুফ এবং এটি পড়ে গেলেও ভাঙা এড়াবে। সামগ্রিকভাবে, Oppo বলছে যে তাদের নতুন ফোনটি খুবই টেকসই।
আরও পড়ুন- অন্তস্বঃত্ত্বা স্ত্রীর সঙ্গে বন্ধুর প্রেম! আত্মহত্যার কথা ভেবেছিলেন এই ক্রিকেটার
Oppo A3 Pro প্রথমে চিনে লঞ্চ করা হবে এবং পরবর্তীতে অন্যান্য বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি ভারতে আসবে কি না, তা এখনও জানা যায়নি।
advertisement
তবে Oppo কোম্পানি ইতিমধ্যেই ভারতে A সিরিজের ফোন লঞ্চ করেছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে এই ফোনটি ভারতে আসবে কি না, তবে আমরা অবশ্যই এই ফোনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি।
Oppo A3 Pro ফোনের প্রত্যাশিত ফিচার –
সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চিনা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ওয়েইবোতে দাবি করেছে যে, Oppo A3 Pro একটি খুব বড় স্ক্রিন এবং ব্যাটারি পাবে। তাঁর মতে, এই ফোনে থাকবে একটি ৬.৭-ইঞ্চির ১০৮০p ১২০Hz কার্ভড OLED স্ক্রিন এবং ৫০০০mAh শক্তিশালী ব্যাটারি। বলা হচ্ছে এই ফোনটি MediaTek 7050 প্রসেসরে চলবে যা একটি 5G চিপ।
আরও পড়ুন- বলুন তো মিস্টার আইপিএল কার ডাক নাম? বিরাট, রোহিতের মতো মহাতারকা তাঁর কাছে ফেল
লিকড হওয়া খবর অনুযায়ী এই ফোনে ১২GB পর্যন্ত RAM এবং ৫১২GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এছাড়াও, ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকার ইঙ্গিতও রয়েছে। মূল ক্যামেরাটি ৬৪-মেগাপিক্সেল হতে পারে, তবে বাকি দুটি ক্যামেরা সম্পর্কে তথ্য এখনও জানা যায়নি।
চিনে লঞ্চের বিষয়ে কথা বলতে গিয়ে Oppo কোম্পানির প্রেসিডেন্ট বো লিউ বলেন, ‘Oppo A3 Pro হল বিশ্বের প্রথম ‘সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ’ ফোন। যেটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সহ আসে।
এটি একটি A সিরিজের ফোনে Oppo-এর টেকসই প্রযুক্তির প্রথম ব্যবহার। এই ফোনটি শুধু জলে নষ্ট হবে না, পাশাপাশি পড়ে গেলে ভেঙে যাওয়ার ঝুঁকিও কমবে। এছাড়াও, কোম্পানি A2 Pro এর ‘চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি’ উন্নত করছে।
