TRENDING:

Samsung Galaxy A Series: ১৭ মার্চ লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A সিরিজের ফোন

Last Updated:

Samsung Galaxy A Series: এ দেশে আসছে Samsung এর নতুন ফোন Samsung Galaxy A53 5G এবং Samsung Galaxy A73 5G। আগামী ১৭ মার্চ লঞ্চ করা হতে চলেছে এই দু’টি নতুন ফোন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এ দেশে আসছে Samsung এর নতুন ফোন Samsung Galaxy A53 5G এবং Samsung Galaxy A73 5G। আগামী ১৭ মার্চ লঞ্চ করা হতে চলেছে এই দু’টি নতুন ফোন। সূত্রের খবর, Samsung কোম্পানি ভারতে তাদের এই দু’টি ফোন লঞ্চ করতে পারে অনলাইন ইভেন্টের মাধ্যমে। জানা গিয়েছে যে Samsung তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ১৭ মার্চ নতুন ফোন Samsung Galaxy A53 5G এবং Samsung Galaxy A73 5G লঞ্চ করতে চলেছে।
advertisement

Samsung বর্তমানে তাদের প্রিমিয়াম বাজেট স্মার্টফোন Galaxy A সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিয়ে নিয়েছে। Samsung ১৭ মার্চ Galaxy A53 5G, এবং Galaxy A73 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দু’টি স্মার্টফোন শীঘ্রই ভারত-সহ বিশ্বের আরও অনেক দেশেও লঞ্চ করা হতে পারে। ভারতে অনলাইন লঞ্চ করা হবে এই দু’টি ফোন।

advertisement

Samsung Galaxy A53 5G

Galaxy A33 5G এবং Galaxy A53 5G এই দু’টি স্মার্টফোন সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা না গেলেও, যে টুকু তথ্য প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট একটা ধারণা পাওয়া য়েতে পারে। Samsung Galaxy A53 5G স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে ফুল HD+ রেজোলিউশন থাকতে পারে। এই Samsung ফোনটি Exynos 1200 SoC এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ-সহ দেওয়া হতে পারে। এই Samsung ফোনের প্রাইমারি ক্যামেরা হবে 64MP। ফোনটিতে 8MP বা 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, 5MP ম্যাক্রো ক্যামেরা এবং 2MP ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এই Samsung ফোনটি 5,000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পেশ করা হতে পারে।

advertisement

আরও পড়ুন: জলবায়ু থেকে শস্যের সঠিক দাম, কৃষকদের সব রকম সুবিধা দেবে এই বিশেষ অ্যাপ

Samsung Galaxy A73 5G

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Samsung এর আসন্ন Galaxy A73 5G স্মার্টফোনের কথা বললে, এই ফোনে একটি 6.4-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই Samsung ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া যেতে পারে। ফোনে কোয়াড ক্যামেরা সেট আপ থাকতে পারে, যেখানে 48MP প্রাইমারি ক্যামেরা সহ, 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স, 5MP ম্যাক্রো এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হতে পারে। এই Samsung স্মার্টফোনটিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি থাকবে। এর সাথে, এই ফোনটি Android 12-ভিত্তিক One UI 4.0-এ চলবে বলে মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Samsung Galaxy A Series: ১৭ মার্চ লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A সিরিজের ফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল