এই ফিচার একেবারেই অন্যরকম। যদি ফোন চুরি যাওয়ার পরও কেউ পাসকোড দিয়ে তা খুলতে না পারে, তাহলে কোনও কাজই করবে না Stolen Device Protection নামক ফিচারটি।
আরও পড়ুনNew COVID19 Test: এখন বুকের X-ray দিয়ে কোভিড পরীক্ষা! নতুন ব্যবস্থায় ৯০ শতাংশ কার্যকরীতা
কিন্তু যদি দেখা যায় ফোনটি খোয়া গিয়েছে এবং তার পাসকোডও ক্র্যাক করা গিয়েছে, তাহলেই কাজ শুরু করে দেবে এই ফিচার।
advertisement
কী কাজ করবে এই ফিচার—
আসলে ফোনটির লোকেশন যদি কোনও অপরিচিত জায়গায় হয়, তাহলেই কাজ শুরু করবে এই ফিচার।
প্রাথমিক ভাবে ফোন তখন ফেস আইডি চাইতে শুরু করবে।
দ্বিতীয়ত, Apple ID পাসওয়ার্ডের মতো কোনও সেটিংস পরিবর্তন করতে দেবে না। Lost Mode বন্ধ করে দেওয়াও যাবে না। কোনও পেমেন্ট মেথড ব্যবহার করতে চাইলে দিতে হবে বায়োমেট্রিক।
তবে হ্যাঁ, এর একটি খারাপ দিকও রয়েছে। যেহেতু লোকেশনের উপর ভিত্তি করে কাজ করবে এই মোড তাই ব্যবহারকারী নিজেও বাড়ি বা অফিস ছাড়া অন্য কোনও অপরিচিত স্থানে বেড়াতে গেলে এমন বিপত্তিতে পড়তে পারেন।
আরও পড়ুন Warmth in Winter: উষ্ণতায় ভরিয়ে তুলুন জীবন, উপভোগ করুন কড়া শীত! সঙ্গী হোক এই কটা জিনিস
Stolen Device Protection চালু করার উপায়—
প্রথমে নিজের iPhone-এ সেটিংস অ্যাপ খুলে Face ID & Passcode-এ ট্যাপ করতে হবে।
এরপর নিজের পাসকোড ব্যবহার করে Stolen Device Protection-এ গিয়ে On Protection বেছে নিতে হবে।