TRENDING:

iPhone Special Feature: আপনার iPhone চুরি করেও অন্যরা ব্যবহার করতে পারবে না! বিশেষ টেকনোলজির কামাল

Last Updated:

সাধারণ Android ফোনের তথ্য হাতিয়ে নেওয়া যত সহজ, তত সহজ নয় iPhone-এর ক্ষেত্রে। কিন্তু যদি কোনও ভাবে iPhone-এর ৪ সংখ্যা পাসকোড হাতে পড়ে যায় দুষ্কৃতীদের তারা ওই ফোন ক্র্যাক করে ফেলতে পারে। তাই Apple আনছে নতুন সুরক্ষা ব্যবস্থা Stolen Device Protection।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: Apple-এর নতুন iOS 17.3 ভার্সনের জন্য নতুন একটি ফিচার কার্যকর হতে চলেছে। মনে করা হচ্ছে এই ফিচার দারুন কার্যকরী হবে ব্যবহারকারীদের নিরাপত্তার ক্ষেত্রে। গত কয়েক মাসে এমন অনেক ঘটনার কথা জানা গিয়েছে, যেখানে স্মার্টফোন ছিনতাইয়ের পর ভিতরে থাকা বিভিন্ন অ্যাপ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। সাধারণ Android ফোনের তথ্য হাতিয়ে নেওয়া যত সহজ, তত সহজ নয় iPhone-এর ক্ষেত্রে। কিন্তু যদি কোনও ভাবে iPhone-এর ৪ সংখ্যা পাসকোড হাতে পড়ে যায় দুষ্কৃতীদের তারা ওই ফোন ক্র্যাক করে ফেলতে পারে। তাই Apple আনছে নতুন সুরক্ষা ব্যবস্থা Stolen Device Protection।
advertisement

এই ফিচার একেবারেই অন্যরকম। যদি ফোন চুরি যাওয়ার পরও কেউ পাসকোড দিয়ে তা খুলতে না পারে, তাহলে কোনও কাজই করবে না Stolen Device Protection নামক ফিচারটি।

আরও পড়ুনNew COVID19 Test: এখন বুকের X-ray দিয়ে কোভিড পরীক্ষা! নতুন ব্যবস্থায় ৯০ শতাংশ কার্যকরীতা

কিন্তু যদি দেখা যায় ফোনটি খোয়া গিয়েছে এবং তার পাসকোডও ক্র্যাক করা গিয়েছে, তাহলেই কাজ শুরু করে দেবে এই ফিচার।

advertisement

কী কাজ করবে এই ফিচার—

আসলে ফোনটির লোকেশন যদি কোনও অপরিচিত জায়গায় হয়, তাহলেই কাজ শুরু করবে এই ফিচার।

প্রাথমিক ভাবে ফোন তখন ফেস আইডি চাইতে শুরু করবে।

দ্বিতীয়ত, Apple ID পাসওয়ার্ডের মতো কোনও সেটিংস পরিবর্তন করতে দেবে না। Lost Mode বন্ধ করে দেওয়াও যাবে না। কোনও পেমেন্ট মেথড ব্যবহার করতে চাইলে দিতে হবে বায়োমেট্রিক।

advertisement

তবে হ্যাঁ, এর একটি খারাপ দিকও রয়েছে। যেহেতু লোকেশনের উপর ভিত্তি করে কাজ করবে এই মোড তাই ব্যবহারকারী নিজেও বাড়ি বা অফিস ছাড়া অন্য কোনও অপরিচিত স্থানে বেড়াতে গেলে এমন বিপত্তিতে পড়তে পারেন।

আরও পড়ুন  Warmth in Winter: উষ্ণতায় ভরিয়ে তুলুন জীবন, উপভোগ করুন কড়া শীত! সঙ্গী হোক এই কটা জিনিস

advertisement

Stolen Device Protection চালু করার উপায়—

প্রথমে নিজের iPhone-এ সেটিংস অ্যাপ খুলে Face ID & Passcode-এ ট্যাপ করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এরপর নিজের পাসকোড ব্যবহার করে Stolen Device Protection-এ গিয়ে On Protection বেছে নিতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone Special Feature: আপনার iPhone চুরি করেও অন্যরা ব্যবহার করতে পারবে না! বিশেষ টেকনোলজির কামাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল