TRENDING:

Cyber Crime: সাইবার অপরাধের শিকার হলে কী করণীয়? কীভাবেই বা করবেন অভিযোগ দায়ের? জানুন বিশদে

Last Updated:

Cyber Crime: আর এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই অভিযোগ দায়ের করে সাহায্য প্রার্থনা করা যাবে। রইল তার খুঁটিনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। আর যাঁরা সাইবার অপরাধের শিকার হচ্ছেন, তাঁদের সাহায্য করার জন্য ভারত সরকারের তরফে সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল চালু করা হয়েছে। যেখানে সাইবার প্রতারণা এবং অন্যান্য সাইবার অপরাধের অভিযোগ জানানো যাবে। আর এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই অভিযোগ দায়ের করে সাহায্য প্রার্থনা করা যাবে। রইল তার খুঁটিনাটি।
সাইবার অপরাধের শিকার হলে কী করণীয়? কীভাবেই বা করবেন অভিযোগ দায়ের? জানুন বিশদে
সাইবার অপরাধের শিকার হলে কী করণীয়? কীভাবেই বা করবেন অভিযোগ দায়ের? জানুন বিশদে
advertisement

ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল কী?

ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (cybercrime.gov.in) হল একটি অনলাইন প্ল্যাটফর্ম। এটি চালু করেছে ভারত সরকার। যাঁরা সাইবার অপরাধের শিকার হয়েছেন, তাঁরা এখানে অভিযোগ জানাতে পারবেন। মূলত সাইবার সংক্রান্ত নানা ধরনের ঘটনা জানানোর এটা একটা কেন্দ্রীয় হাব।

কীভাবে সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগ দায়ের করা সম্ভব?

advertisement

হেল্পলাইন নম্বর:

সরাসরি সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগ দায়ের করার জন্য হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করা যেতে পারে।

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, মুঠো মুঠো খাচ্ছেন কালোজাম! কাদের একেবারে বারণ? খাওয়ার পর ভুলেও মুখে তুলবেন না এই দুই জিনিস, তাহলেই সর্বনাশ

অনলাইন পোর্টাল:

cybercrime.gov.in-এ অনলাইনেও সাইবার অপরাধের বিষয়ে অভিযোগ দায়ের করা সম্ভব।

advertisement

ধাপে ধাপে রইল অনলাইনে সাইবার অপরাধের অভিযোগ জানানোর উপায়:

ওয়েবসাইটে যাওয়া:

ব্রাউজার খুলে https://cybercrime.gov.in/ এ যেতে হবে।

অভিযোগ দায়ের:

১. হোমপেজে গিয়ে ‘File a Complaint’ অপশন সিলেক্ট করতে হবে।

২. কন্টিনিউ করার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনস-এ রিভিউ এবং এগ্রি করতে হবে।

সাইবার অপরাধের ধরন:

১. ‘Report Other Cyber Crime’ বেছে নিতে হবে।

advertisement

২. ‘Citizen Login’ সিলেক্ট করে নিজের ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।

নিজের পরিচয়ের প্রমাণ:

১. রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিতে হবে।

২. ক্যাপচা পূরণ করতে হবে। আর ক্লিক করতে হবে ‘Submit’ অপশনে।

বিস্তারিত তথ্য প্রদান:

১. অভিযোগের ফর্ম বিভিন্ন ভাগে বিভক্ত: জেনারেল ইনফর্মেশন, ভিকটিম ইনফরমেশন, সাইবারক্রাইম ইনফরমেশন এবং প্রিভিউ।

advertisement

২. ঘটনা প্রসঙ্গে বিস্তারিত তথ্য প্রতিটি সেকশনে দিয়ে পূরণ করতে হবে।

আরও পড়ুন: সিঙ্কে জমেছে নোংরা জল? হাত লাগাতে হবে না, এই জিনিস মেশালেই নিমেষে সাফ হবে, রান্নাঘরেই রাখা আছে ‘ম‍্যাজিক’ উপাদান

সমর্থনযোগ্য প্রমাণ আপলোড:

১. ইনসিডেন্ট ডিটেলস পেজে সমর্থনযোগ্য প্রমাণ পেশ করতে হবে। যথা – স্ক্রিনশট অথবা অপরাধ সংক্রান্ত কোনও নথি।

২. এরপর Save and Next-এ ক্লিক করতে হবে।

সন্দেহভাজনের তথ্য:

যদি সন্দেহভাজন সম্পর্কে কোনও তথ্য থাকে, তাহলে তা পরের পেজে দিতে হবে। এহেন কোনও তথ্য না থাকলে এই ধাপটা স্কিপ করা যেতে পারে।

রিভিউ এবং সাবমিট:

১. প্রদান করা সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভেরিফাই করতে হবে।

২. ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

৩. অভিযোগ সংক্রান্ত আইডি-র সঙ্গে একটা কনফার্মেশন মেসেজ অথবা ইমেল যাবে।

আরও পড়ুন: আপনার বাড়ির টিভিও কি দেওয়ালে লাগানো? তলে তলে বারোটা বাজছে না তো? এখনই সাবধান হন, ছোট্ট ভুলে খোয়াবেন হাজার হাজার টাকা

কোন কোন জরুরি নথি দিতে হবে?

অভিযোগ জোরালো করতে নিম্নলিখিত নথি পেশ করতে হবে:

১. প্রতারণা সংক্রান্ত লেনদেনের প্রমাণ পেশ (উদাহরণ স্বরূপ- ব্যাঙ্ক স্টেটমেন্ট)

২. ঠিকানা এবং পরিচয়ের প্রমাণ

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

৩. কোনও সন্দেহজনক মেসেজ অথবা ইমেল পেলে সেটাও পেশ করতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Cyber Crime: সাইবার অপরাধের শিকার হলে কী করণীয়? কীভাবেই বা করবেন অভিযোগ দায়ের? জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল