Gmail-এর এই স্ক্যামের মাধ্যমে ইউজারদের টাকা চুরি করা হচ্ছে -
বর্তমানে অনেকেই অনলাইনে কেনাকাটা করেন। এর ফলে সেই সমস্ত জিনিস বাড়িতেই ডেলিভারি করা হয়। অনেক সময়ই দেখা যায় যে, গ্রাহকরা মনে রাখেন না তাঁরা কোন ডেলিভারি সার্ভিস থেকে কী কিনেছিলেন। রিপোর্ট অনুযায়ী স্ক্যামাররা এই জায়গাটিকেই টার্গেট করেছে। Gmail-এর এই স্ক্যাম প্রথম সামনে আসে যখন একজন DHL-এর নাম করে একটি মেল পান। কিন্তু, গোটা ঘটনার সঙ্গে ওই কোম্পানি জড়িতই ছিল না।
advertisement
আরও পড়ুন: মিশুকের বাবা হিসেবে নিজেকে কত নম্বর দিলেন প্রসেনজিৎ! জিতকেই বা কেমন বাবা বললেন তিনি?
জানা গিয়েছে যে, হ্যাকাররা এই ধরনের মেলের মাধ্যমে ‘অ্যাডমিনিস্ট্রেশন ফি’ হিসেবে সামান্য কিছু টাকা চেয়ে পাঠায়। গ্রাহকেরা সেই টাকা দিতে রাজি হয়ে গেলে হ্যাকাররা গ্রাহকদের পুরো নাম, তাদের কার্ডের সম্পূর্ণ তথ্য এবং ব্যাঙ্কের সমস্ত তথ্য সংগ্রহ করে নিচ্ছে। এরপর ওই তথ্য ব্যবহার করেই তারা চুরি করে নিচ্ছে টাকা। এক নজরে দেখে নিন এই ধরনের স্ক্যাম থেকে বাঁচার উপায়।
Gmail-এর স্ক্যাম থেকে নিজেদের বাঁচানোর উপায় -
স্টেপ ১ – সব সময় ইমেল রিসিভ করার পরে তার URL লিঙ্ক চেক করা প্রয়োজন। কারণ মেসেজের ভিতরে নাম হিসেবে DHL লিখলেও লিঙ্কে তা সঙ্গত কারণেই লেখা সম্ভব নয়। তাই ওই লিঙ্কে DHL-এর পরিবর্তে BHL লেখা থাকছে।
স্টেপ ২ - এরপর যদি ওয়েবসাইট-এ ঢোকা যায় তা হলে একই অক্ষর দেখা যাবে। সেই ওয়েবসাইটে দেখা যাবে UPS কোম্পানির ট্রাকের ছবি। মনে রাখার মতো বিষয় হল DHL কখনই UPS ট্রাকের ছবি ব্যবহার করবে না, কারণ এরা পরস্পর প্রতিযোগী সংস্থা।
স্টেপ ৩ - মনে রাখা প্রয়োজন, কোনও ডেলিভারি সার্ভিস গ্রাহকদের অ্যাডমিনিস্ট্রেশন ফি দেওয়ার কথা বলে না। সুতরাং কেউ যদি এই ধরনের টাকা দেওয়ার কথা বলে তাহলে কখনও তা দেওয়া উচিত নয়।
স্টেপ ৪ – সব সময় নিজেদের অর্ডার ট্র্যাক করা প্রয়োজন। এই ক্ষেত্রে যদি কোনও ধরনের মেল পাওয়া যায় তাহলে সেই কোম্পানির থেকে যাচাই করে দেওয়া প্রয়োজন।