Xiaomi 13 Pro গত বছরের ডিসেম্বরে চিনে লঞ্চ করেছিল। এই ফোনের বিশেষত্বই হল লাইকা-চালিত ক্যামেরা। আপাতত সে তৈরি বিশ্বব্যাপী লঞ্চের জন্য। ভারতীয় বাজারে এই প্রথম Leica ক্যামেরা-সহ কোনও Xiaomi ফোন আসছে। কেমন হতে পারে এই নতুন স্মার্ট ফোন দেখে নেওয়া যাক এক নজরে।
Xiaomi13 Pro ভারত লঞ্চের তারিখ—
advertisement
মনে করা হচ্ছে সারা বিশ্বের সঙ্গে ভারতেও Xiaomi 13 Pro লঞ্চ করতে চলেছে আগামী ২৬ ফেব্রুয়ারি। সংস্থাটি তার নতুন পণ্য প্রদর্শনের জন্য একটি ইভেন্টের আয়োজন করতে পারে। সেই দিন লঞ্চ হওয়া পণ্যগুলির সমস্ত বিবরণ সম্পর্কে আপডেট মিলবে আমাদের পাতায়।
আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
Xiaomi 13 PRO ভারতে প্রত্যাশিত দাম—
Xiaomi 13 Pro স্মার্টফোনের রেঞ্জ শুরু হচ্ছে ৮জিবি + ১২৮জিবি মডেলের থেকে। চিনে এর যা দাম তা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫৯,০০০ টাকা। এরপরে ১২জিবি + ৫১২জিবি মডেলের দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ৭৪,৫০০ টাকা। এই পরিসংখ্যান দেখে এবং এদেশে বিভিন্ন করের কথা মাথায় রেখে, আশা করা যায় ভারতে Xiaomi 13 Pro এর দাম ৫৫,৯৯৯ টাকা থেকে শুরু হয়ে ৬৫,০০০ পর্যন্ত হতে পারে৷
Xiaomi 13 PRO স্পেসিফিকেশন—
Xiaomi 13 Pro ডিজাইন কার্ভি এবং এটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত। ৫১২জিবি পর্যন্ত স্টোরেজ এবং ১২জিবি পর্যন্ত RAM পাওয়া যেতে পারে। এতে রয়েছে LTPO প্যানেল-সহ একটি কার্ভিয়ার ২কে ডিসপ্লে। যাতে রিফ্রেশ রেট অভিযোজিত করে ফেলা সম্ভব। স্ক্রিনটি ‘ডলবি ভিশন’-এর জন্য একেবারে আদর্শ।
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
Xiaomi 13 Pro-তে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ১ ইঞ্চি সেন্সর, যা এর আগে Xiaomi 12S Altra-তে দেখা গিয়েছিল। এটিতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেইকা লেন্স এবং আরেকটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। ফোনটিতে রয়েছে একটি ৪,৮২০এমএএইচ ব্যাটারি, যা ১২০ডব্লিউ চার্জিং, ৫০ডব্লিউ ওয়্যারলেস চার্জিং এবং ১০ডব্লিউ রিভার্স ওয়্যারলেস চার্জিং-এ সহায়ক।
মনে করা হচ্ছে, Xiaomi তার প্রিমিয়াম ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করেই তৈরি করছে এবং এতে থাকছে MIUI 14-এর সর্বশেষ সংস্করণটি। Xiaomi 13 Pro বাজারে এলে অবশ্যই OnePlus 11, iQOO 11 এবং Samsung Galaxy S23 মডেলের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে।