এক সময়ে মনের মানুষরা নির্বিবাদে কথা চালানোর জন্য মোবাইলের প্রথম যুগে একে অপরকে কিনে দিতেন মাসভর কথা বলার বা মেসেজ পাঠানোর টেলিকম প্ল্যান। এখন সে সবারই হাতের মুঠোয়। কিন্তু মুঠোফোনের দুনিয়ায় বদল তো অফুরান। নতুন করে ভালোবাসা জানাতে নতুন এক দুর্দান্ত টেকনোলজির স্মার্টফোন উপহার দিলে কেমন হয়, যার দামও থাকবে আয়ত্তের মধ্যেই?
advertisement
Realme 10 Pro 5G Coca-Cola ভার্সন - দাম ২০,৯৯৯ টাকা, কোকা কোলায় চুমুকের সঙ্গে ভালোবাসার পুরনো স্মৃতি নতুন করে উসকে দেবে এই ফোন। ১২০Hz রিফ্রেশ রেট সহ ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে ফোনটিতে। এই স্মার্টফোনটিতে Adreno A619 GPU সহ Snapdragon 695 5G প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য এর পেছনে ১০৮MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP পোর্ট্রেট সেন্সর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
সেলফির জন্য এই স্মার্টফোনের সামনে একটি ১৬MP ক্যামেরা রয়েছে। Realme 10 Pro Coca-Cola ভার্সনে 80s Cola ফিল্টার দেওয়া হয়েছে। এই ফিল্টার আশির দশকের ছবি তোলার আমেজকে হাজির করবে বর্তমানে। পাশাপাশি, ছবি তোলার সময়ে শাটারের বদলে কোকা কোলার বোতল খোলার শব্দ পাওয়া যাবে।
Vivo V21e - দাম ২৩,৯৯০ টাকা, এই ফোনটিও 5G। এর ৬.৪৪ ইঞ্চি AMOLED ডিসপ্লের স্ক্রিন রেজোলিউশন ১০৮০x২৪০০ পিক্সেল। ফোনটি চলে Android 11-এ, রয়েছে Funtouch OS 11.1। এই ফোনে MediaTek Dimensity 700 SoC প্রসেসর ইনস্টল করা আছে। এই ফোনটি 8 GB RAM এবং 128 GB স্টোরেজে পাওয়া যায়।
আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
Vivo V21e 5G-তে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। রয়েছে 44W ফাস্ট চার্জিং সাপোর্টের 4,000mAh ব্যাটারি।
iQoo 7 5G - দাম ২৪,৯৯০ টাকা। এতে ৬.৬২ ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১০৮০x২৪০০ পিক্সেল। রিফ্রেশ রেট ১২০Hz। স্মার্টফোনে আছে Qualcomm Snapdragon 870 SoC প্রসেসর। Android 11-এর এই ফোন OriginOS-এ কাজ করে। সলিড আইস ব্লু এবং স্টর্ম ব্ল্যাক- যে কোনও এক রঙে রাঙিয়ে তোলা যায় ভ্যালেন্টাইন্স ডে।
Motorola Edge 30 - দাম ২৪,৯৯৯ টাকা। এতে মিলছে ১৪৪Hz AMOLED ডিসপ্লে, স্ক্রিন সাইজ ৬.৫ ইঞ্চি। এর প্যানেলে আছে FHD+ রেজোলিউশন। ফোন চলে Qualcomm Snapdragon 778G+ চিপ আর অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমে। আছে ডলবি অ্যাটমস সাপোর্টেড স্টিরিও স্পিকার। 33W টার্বোপাওয়ার চার্জার সহ ফোনে একটি 4,020mAh ব্যাটারি দেওয়া হয়েছে।