আরও পড়ুনঃ Nokia-র এই নতুন ফিচার ফোন থেকে করা যাবে UPI পেমেন্ট! দাম শুনলে অবাক হতে হবে
Xiaomi 14 Pro স্মার্টফোন Xiaomi 13 Pro ফোনের উত্তরসূরি হিসেবে লঞ্চ করা হবে। Xiaomi 13 Pro ফোন লঞ্চ করার পর, চিনা স্মার্টফোন কোম্পানি আগামী মাসে Xiaomi 14 Pro লঞ্চ করতে পারে। কিন্তু, কোম্পানির তরফে এই বিষয়ে এখনও অফিসিয়ালি নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এর মধ্যেই টিপস্টাররা Xiaomi 14 Pro ফোনের বেশ কিছু ফিচার প্রকাশ করেছেন। এছাড়াও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতেও এই ফোনের বেশ কিছু ফিচার ফাঁস করা হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Xiaomi 14 Pro স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে Pro SM8650 চিপসেট।
advertisement
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Xiaomi 14 Pro স্মার্টফোনের ফিচার –
চিপসেট – Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট।
ব্যাটারি – Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে ৯০W/১২০W দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৫০০০ mAh-এর ব্যাটারি এবং ৫০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এই ফোনের ফ্ল্যাট সংস্করণটি ৯০W দ্রুত চার্জ করতে সক্ষম হতে পারে এবং কার্ভড সংস্করণটি ১২০W দ্রুত চার্জ করতে সক্ষম হতে পারে।
ডিসপ্লে – Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে ৬.৮ ইঞ্চির (১৭.২৭ সেমি) ডিসপ্লে।
ক্যামেরা – Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে ৬৪ MP + ৬৪ MP + ৬৪ MP ক্যামেরা সেটআপ।
সেলফি ক্যামেরা – Xiaomi 14 Pro ফোনে সেলফি তোলার জন্য ব্যবহার করা হতে পারে ৩২ MP ক্যামেরা।