Airtel নম্বরে কল হিস্ট্রি চেক করার উপায়:
এটা মূলত ২ ভাবে করা যায়। এসএমএস-এর মাধ্যমে এবং Airtel ওয়েবসাইটের মাধ্যমে।
আরও পড়ুন: অবহেলা নয়, কিডনি ফেলিওয়ের আগে শরীরে দেখা যায় এই ৫ লক্ষণ! দেখলেই সতর্ক হন
এসএমএস-এর মাধ্যমে:
১. Airtel মোবাইলে Message App খুলতে হবে। এরপর 121 এন্টার করতে হবে।
advertisement
২. এবার মেসেজ হিসেবে EPREBILL টাইপ করতে হবে।
৩. ব্যবহারকারী নির্দিষ্ট দিন অথবা মেয়াদের যে কল রেকর্ড চাইছেন, তা স্পেসিফাই করতে হবে।
৪. কল ডিটেলস পাওয়ার জন্য নিজের ই-মেল আইডি দিতে হবে।
৫. নিজের Airtel মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠাতে হবে।
আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসি চাই, রাজ্যের আবেদনে বিরোধিতা সিবিআইয়ের! ‘সব’ শুনল হাইকোর্ট, জানাল কী?
ওয়েবসাইটের মাধ্যমে:
Airtel কাস্টমার সার্ভিস থেকে কল রেকর্ডের কপি চাওয়া যেতে পারে। তবে Airtel কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করে কিংবা Airtel স্টোরে গিয়ে তা পাওয়া যেতে পারে। তবে এর জন্য ফি-এর কথা মাথায় রাখতে হবে।
১. Airtel ওয়েবসাইটে যেতে হবে। ব্যবহারকারীকে নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে।
২. Usage Details সেকশনে যেতে হবে।
৩. Usage Details-এর আওতায় নির্দিষ্ট সময়কার কল রেকর্ড দেখার অপশন বেছে নিতে হবে।
৪. তারিখের মেয়াদ বেছে নিতে হবে এবং Submit-এ ক্লিক করতে হবে।
৫. স্ক্রিনে ভেসে উঠবে ব্যবহারকারীর কল রেকর্ড।
আরও পড়ুন: একসঙ্গে ৬ গ্রহের মহাসংযোগ! ৫ রাশির দরজায় ভাল সময়, টাকাপয়সা-ধনসম্পদের বন্যা
Jio নম্বরে কল হিস্ট্রি চেক করার উপায়:
MyJio অ্যাপ ব্যবহার করে নিজেদের কল রেকর্ড রিট্রিভ করতে পারবেন Jio ব্যবহারকারীরা।
MyJio অ্যাপ ইনস্টল:
১. Google Play Store খুলে নিজের স্মার্টফোনে MyJio অ্যাপ ইনস্টল করতে হবে।
২. লগ-ইন করে নিজের Jio নম্বর লিঙ্ক করতে হবে।
৩. এবার My Statement সেকশনে যেতে হবে। তার জন্য অ্যাপের একদম উপরের বাম দিকের কোণে থাকা তিনটি হরাইজন্টাল লাইনের উপর ক্লিক করতে হবে।
৪. My Statement অপশনে ট্যাপ করতে হবে।
৫. এবার ব্যবহারকারী যে সময়ের কল রেকর্ড দেখতে চান, তার নির্দিষ্ট তারিখ এন্টার করতে হবে।
৬. এরপর View-তে ট্যাপ করতে হবে। সমস্ত কল রেকর্ড স্ক্রিনের উপর ভেসে উঠবে।