এক নজরে দেখে নিন OnePlus Nord 2 CE 5G ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০টি তথ্য (Here is OnePlus Nord CE 2 5G review in 10 points)-
১) ভারতের বাজারে উন্নত ও আধুনিক ফিচার যুক্ত OnePlus এর নতুন নর্ড-স্মার্টফোন OnePlus Nord CE 2 5G ফোনের ৬ জিবি (RAM) এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম শুরু প্রায় ২৩,৯৯৯ টাকা থেকে।
advertisement
আরও পড়ুন - ইউজারদের জন্য সুখবর! আর ২৫ এমবি নয়, এবার WhatsApp-এ পাঠানো যাবে ২জিবি পর্যন্ত ফাইল
২) OnePlus Nord CE 2 5G ফোনের ৮ জিবি র্যাuম এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম শুরু প্রায় ২৪,৯৯৯ টাকা থেকে।
৩) - OnePlus Nord CE 2 5G ফোনটি পাওয়া যাবে দু’টি রঙে। এর মধ্যে একটি হল বাহামা ব্লু এবং আরেকটি হল গ্রে মিরর।
৪) Amazon, OnePlus India ওয়েবসাইট এবং অফলাইন স্টোরে পাওয়া যাবে এই ফোন।
৫) OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ২৪০০×১৮০০ পিক্সেল রেজোলিউশন, ৯০এইচজেড রিফ্রেশ রেট। এ ছাড়াও OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে যা করনিং গরিলা ৫ প্রোটেকশন এবং এইচডিআর ১০ প্লাস যুক্ত।
আরও পড়ুন - মেসেঞ্জার অ্যাপ নিয়ে এল অ্যান্ড্রয়েড এবং iOS-এর জন্য নতুন চমক
৬) OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।
৭) OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট, ১২ জিবি র্যামম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৮) এ ছাড়াও OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৬৫W ফাস্ট চার্জ।
৯) ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা।
১০) OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ইআইএস সাপোর্ট, এইচডিআর, নাইট, পোট্রেট।