Facebook Messenger: মেসেঞ্জার অ্যাপ নিয়ে এল অ্যান্ড্রয়েড এবং iOS-এর জন্য নতুন চমক
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Facebook Messenger: ফেসবুক মেসেঞ্জারের এই নতুন চমক বদলে দেবে সব কিছু! আর পারবেন না ভাইরাল করতে !
#নয়াদিল্লি: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার (Facebook Messenger) নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফিচার। মেটা ঘোষণা করেছে যে ফেসবুক মেসেঞ্জারের জন্য তারা চালু করতে চলেছে নতুন শর্টকাট ফিচার। ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচারের মাধ্যমে গ্রুপ ট্যাগ, সাইলেন্ট রিপ্লাই, জিআইএফ রিপ্লাই ইত্যাদি বিভিন্ন ধরনের ফিচার ব্যবহার করা যাবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ শর্টকাট ফিচার। মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হচ্ছে নতুন এই ফিচার। এর ফলে তাদের সুবিধা হবে। এখন কয়েকটি শর্টকাট ফিচার চালু করা হলেও আরও বেশি কিছু শর্টকাট ফিচার চালু করা হবে বছরের শেষে। অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) দু’টি ক্ষেত্রেই ব্যবহার করা যাবে মেসেঞ্জারের নতুন শর্টকাট ফিচার।
ফেসবুক মেসেঞ্জারে শর্টকাট ফিচারের মাধ্যমে যে কোনও গ্রুপে সবাইকে ট্যাগ করা যাবে যে কোনও রিপ্লাই। এর ফলে সেই মেসেজ পড়তে পারবে যে কেউ। এমনই বেশ কিছু শর্টকাট চালু করা হবে মেসেঞ্জারে। এটি ছাড়াও চালু করা হবে অন্য বিভিন্ন ধরনের ফিচার। এর মধ্যে একটি হল স্ক্রিনশট ওয়ার্নিং ফিচার। এর মাধ্যমে ফেসবুকের মেসেঞ্জারের ‘এন্ড টু এন্ড এন্ডক্রিপশন’ চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না। ফেসবুক মেসেঞ্জারের স্ক্রিনশট ওয়ার্নিং ফিচারের মাধ্যমে ইউজারদের নোটিফাই করা হবে চ্যাটের স্ক্রিনশট নেওয়া হলে। এ ছাড়াও ফেসবুক মেসেঞ্জারের ‘এন্ড টু এন্ড এন্ডক্রিপশন’ চ্যাট ছাড়া অন্য চ্যাটের ক্ষেত্রেও নতুন কিছু ফিচার চালু করা হতে পারে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কোনও মেসেজে বিভিন্ন ধরনের জিআইএফ, স্টিকার, রি-অ্যাকশন, রিপ্লাই ইত্যাদির অপশন।
advertisement
advertisement
ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচার ব্যবহার করা যাবে নির্দিষ্ট কোনও চ্যাটের ক্ষেত্রে। এ ছাড়া ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচার ব্যবহার করা যাবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও। ফেসবুক মেসেঞ্জারের এন্ড টু এন্ড এন্ডক্রিপশন চ্যাটের ক্ষেত্রে দেখা যাবে ভেরিফায়েড ব্যাজের অপশন। এর ফলে ইউজাররা বুঝতে পারবেন কোনটি অথেন্টিক অ্যাকাউন্ট এবং কোনটি নয়। এ ছাড়াও ফেসবুকের মেসেঞ্জারের ক্ষেত্রে ইউজাররা তাদের গ্যালারি থেকে ছবি এবং ভিডিও পাঠানোর আগে সেটি এডিট করতে পারবেন। ফেসবুক মেসেঞ্জারের এই নতুন ফিচারের ফলে ইউজাররা তাদের ফটো এবং ভিডিওতে বিভিন্ন ধরনের এডিট করার সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে লেখা যোগ করা, ক্রপ করা, স্টিকার যুক্ত করার সুবিধা ইত্যাদি। ভিডিও-র ক্ষেত্রে অডিও এডিট করার সুবিধাও পাওয়া যাবে ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচারের মাধ্যমে।
advertisement
মেটা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক মেসেঞ্জারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার জন্য নিয়ে আসছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। ইউজারদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে। ইউজারদের অ্যাকাউন্ট যেন সুরক্ষিত থাকে এর জন্য সকল ইউজারদের জন্য চালু করা হচ্ছে এন্ড এন্ড টু এন্ডক্রিপশন ফিচার।
Location :
First Published :
April 01, 2022 4:48 PM IST