WhatsApp 2GB File Sharing Limit: ইউজারদের জন্য সুখবর! আর ২৫ এমবি নয়, এবার WhatsApp-এ পাঠানো যাবে ২জিবি পর্যন্ত ফাইল

Last Updated:
WhatsApp 2GB File Sharing Limit: জানা গিয়েছে, নতুন ফিচার যোগ হওয়ার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২জিবি (GB) পর্যন্ত ফাইল শেয়ার করা যাবে
1/6
WhatsApp 2GB File Sharing Limit: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল Whatsapp। সম্প্রতি Whatsapp তাদের ইউজারদের জন্য নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার। Whatsapp আবার নিয়ে আসতে চলেছে এক নতুন ফিচার। এ বার থেকে Whatsapp-এর ইউজাররা ২ জিবি (GB) পর্যন্ত ফাইল পাঠাতে পারবেন।
WhatsApp 2GB File Sharing Limit: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল Whatsapp। সম্প্রতি Whatsapp তাদের ইউজারদের জন্য নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার। Whatsapp আবার নিয়ে আসতে চলেছে এক নতুন ফিচার। এ বার থেকে Whatsapp-এর ইউজাররা ২ জিবি (GB) পর্যন্ত ফাইল পাঠাতে পারবেন।
advertisement
2/6
Whatsapp একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। লক্ষ লক্ষ ব্যবহারকারী বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে WhatsApp ব্যবহার করে। সেই সঙ্গে অফিসের কাজের জন্যও অনেকে WhatsApp ব্যবহার করে থাকেন। ইউজারদের আরও ভাল অভিজ্ঞতা দিতে রোজই নতুন নতুন ফিচার নিয়ে আসছে মেটা অধীনস্থ এই মেসেজিং অ্যাপ।
Whatsapp একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। লক্ষ লক্ষ ব্যবহারকারী বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে WhatsApp ব্যবহার করে। সেই সঙ্গে অফিসের কাজের জন্যও অনেকে WhatsApp ব্যবহার করে থাকেন। ইউজারদের আরও ভাল অভিজ্ঞতা দিতে রোজই নতুন নতুন ফিচার নিয়ে আসছে মেটা অধীনস্থ এই মেসেজিং অ্যাপ।
advertisement
3/6
WhatsApp নিয়ে আসছে নতুন এক ফিচার। সম্প্রতি এই মেসেজিং অ্যাপ ইউজারদের জন্য নিয়ে এসেছে দারুণ এক ফিচার। এখন থেকে Whatsapp ২ জিবি পর্যন্ত বড় মিডিয়া ফাইল পাঠানোর সুবিধা দেবে। আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) উভয় ডিভাইসের জন্যই নয়া এই সুবিধা নিয়ে আসতে চলেছে WhatsApp। সূত্রের খবর, বর্তমানে এই ফিচার বিটা পর্যায়ে রয়েছে তবে খুব শীঘ্রই নয়া এই ফিচার সামনে আনতে চলেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।
WhatsApp নিয়ে আসছে নতুন এক ফিচার। সম্প্রতি এই মেসেজিং অ্যাপ ইউজারদের জন্য নিয়ে এসেছে দারুণ এক ফিচার। এখন থেকে Whatsapp ২ জিবি পর্যন্ত বড় মিডিয়া ফাইল পাঠানোর সুবিধা দেবে। আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) উভয় ডিভাইসের জন্যই নয়া এই সুবিধা নিয়ে আসতে চলেছে WhatsApp। সূত্রের খবর, বর্তমানে এই ফিচার বিটা পর্যায়ে রয়েছে তবে খুব শীঘ্রই নয়া এই ফিচার সামনে আনতে চলেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।
advertisement
4/6
জানা গিয়েছে, আর্জেন্টিনার বিটা ইউজাররা নয়া এই সুবিধা ইতিমধ্যেই তাদের অ্যাপে পাচ্ছেন। তবে বিশ্বের অন্য দেশে কবে থেকে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের কাজ করতে শুরু হবে তা এখনও কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, আর্জেন্টিনার বিটা ইউজাররা নয়া এই সুবিধা ইতিমধ্যেই তাদের অ্যাপে পাচ্ছেন। তবে বিশ্বের অন্য দেশে কবে থেকে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের কাজ করতে শুরু হবে তা এখনও কিছু জানা যায়নি।
advertisement
5/6
সোশ্যাল মিডিয়ায় যে কোনও ফাইল পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট একটি সাইজ থাকে। তার চেয়ে বড় সাইজের ফাইল আমরা পাঠাতে পারি না। যদি কোনও কারণে মিডিয়া ফাইলের সাইজ বড় হয়ে থাকে তা হলে সেটিকে এডিট করে কমপ্রেস করে পাঠাতে হয়। সে ক্ষেত্রে অনেক সময় ছবির কোয়ালিটি আগের মত থাকে না।
সোশ্যাল মিডিয়ায় যে কোনও ফাইল পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট একটি সাইজ থাকে। তার চেয়ে বড় সাইজের ফাইল আমরা পাঠাতে পারি না। যদি কোনও কারণে মিডিয়া ফাইলের সাইজ বড় হয়ে থাকে তা হলে সেটিকে এডিট করে কমপ্রেস করে পাঠাতে হয়। সে ক্ষেত্রে অনেক সময় ছবির কোয়ালিটি আগের মত থাকে না।
advertisement
6/6
ইউজারদের এই সমস্যা থেকে মুক্তি দিতে WhatsApp নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফিচার। ২ জিবি পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ারিংয়ের সুবিধা WhatsApp আনলে তাতে উপকৃত হবে কোটি কোটি ইউজার। বর্তমানে ইউজাররা এই মেসেজিং প্ল্যাটফর্মে ১০০ এমবি সাইজ পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ার করতে পারেন। নতুন এই ফিচার চালু হলে অনায়াসেই ২ জিবি পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ার করা যাবে WhatsApp এই। সকলেই এখন তাকিয়ে WhatsApp এর দেই নতুন ফিচারের দিকে। খুব তাড়াতাড়ি ভারতে চালু করা হতে পারে নতুন এই ফিচার।
ইউজারদের এই সমস্যা থেকে মুক্তি দিতে WhatsApp নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফিচার। ২ জিবি পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ারিংয়ের সুবিধা WhatsApp আনলে তাতে উপকৃত হবে কোটি কোটি ইউজার। বর্তমানে ইউজাররা এই মেসেজিং প্ল্যাটফর্মে ১০০ এমবি সাইজ পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ার করতে পারেন। নতুন এই ফিচার চালু হলে অনায়াসেই ২ জিবি পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ার করা যাবে WhatsApp এই। সকলেই এখন তাকিয়ে WhatsApp এর দেই নতুন ফিচারের দিকে। খুব তাড়াতাড়ি ভারতে চালু করা হতে পারে নতুন এই ফিচার।
advertisement
advertisement
advertisement