WhatsApp নিয়ে আসছে নতুন এক ফিচার। সম্প্রতি এই মেসেজিং অ্যাপ ইউজারদের জন্য নিয়ে এসেছে দারুণ এক ফিচার। এখন থেকে Whatsapp ২ জিবি পর্যন্ত বড় মিডিয়া ফাইল পাঠানোর সুবিধা দেবে। আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) উভয় ডিভাইসের জন্যই নয়া এই সুবিধা নিয়ে আসতে চলেছে WhatsApp। সূত্রের খবর, বর্তমানে এই ফিচার বিটা পর্যায়ে রয়েছে তবে খুব শীঘ্রই নয়া এই ফিচার সামনে আনতে চলেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।
ইউজারদের এই সমস্যা থেকে মুক্তি দিতে WhatsApp নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফিচার। ২ জিবি পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ারিংয়ের সুবিধা WhatsApp আনলে তাতে উপকৃত হবে কোটি কোটি ইউজার। বর্তমানে ইউজাররা এই মেসেজিং প্ল্যাটফর্মে ১০০ এমবি সাইজ পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ার করতে পারেন। নতুন এই ফিচার চালু হলে অনায়াসেই ২ জিবি পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ার করা যাবে WhatsApp এই। সকলেই এখন তাকিয়ে WhatsApp এর দেই নতুন ফিচারের দিকে। খুব তাড়াতাড়ি ভারতে চালু করা হতে পারে নতুন এই ফিচার।