বিজয় সেলসে iPhone 14 ফোনটি ৭০,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে HDFC ব্যাঙ্কের গ্রাহকরা ফোনে ৪,০০০ টাকার ফ্ল্যাট ছাড় পেতে পারে। এর ফলে ফোনটির কার্যকরী দাম হবে ৬৬,৯৯৯ টাকা। গ্রাহকরা এই ফোনে আরও কিছু ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারেন।
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
advertisement
Amazon-এর কথা বললে, এখানে এই ফোনটি ৭১,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে HDFC ব্যাঙ্কের গ্রাহকরা iPhone 14 ফোনে ৪,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টও পেতে পারেন। এই ক্ষেত্রে, iPhone 14 ফোনটির কার্যকরী মূল্য হবে ৬৭,৯৯৯ টাকা। এছাড়াও iPhone 14-র উপরে আরও ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে।
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ iPhone 14-র উপরে বিভিন্ন ধরনের অফার পাওয়া যাচ্ছে। iPhone 14 ফোনটি এখানে ৬৯,৯৯৯ টাকার (লাল রঙের ভ্যারিয়েন্ট) প্রাথমিক মূল্যে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে, HDFC ব্যাঙ্কের গ্রাহকরা ৪,০০০ টাকার ফ্ল্যাট ছাড়ও পেতে পারেন। এর ফলে iPhone 14 ফোনটির দাম হয়েছে ৬৫,৯৯৯ টাকা।
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
অন্য দিকে, ক্রোমার কথা বলতে গেলে, iPhone 14 প্রাথমিক মূল্যে অর্থাৎ ৭১,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে, HDFC ব্যাঙ্কের গ্রাহকরা ৪,০০০ টাকার ফ্ল্যাট ছাড়ও পেতে পারেন। এর ফলে ফোনটির দাম হবে ৬৭,৯৯৯ টাকা।
এমন পরিস্থিতিতে, আমরা যদি iPhone 14-র সমস্ত অফার দেখি, তাহলে সবচেয়ে ভাল অফার ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে বলতেই হয়। কেউ যদি নিজেদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করতে চান, তাহলে তিনি আরও বেশি ছাড় পেতে পারেন। বিশেষ বিষয় হল কেউ যদি শুধুমাত্র আইফোন এক্সচেঞ্জ করেন, তাহলে তাঁর ক্ষেত্রে ছাড়ের টাকার অঙ্কটাও দাঁড়াবে বেশ বড় রকমেরই।