চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ লঞ্চ হতে পারে iPhone15, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। Apple তার আসন্ন iPhone সিরিজের ডিজাইনে একাধিক পরিবর্তন করতে পারে বলেই তাদের ধারণা। একটি সূত্র মারফত জানা গিয়েছে, iPhone 15 এবং iPhone 15 Plus মডেলে থাকতে পারে ‘রাউন্ডেড ব্যাক প্যানেল’। শুধু তাই নয়, নতুন নকশার ‘ক্যামেরা বাম্প’ও দেখা যেতে পারে এই সিরিজের ফোনে।
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
এক টিপস্টার তাঁর ব্লগে জানিয়েছেন, iPhone 15 এবং iPhone 15 Plus-এর রিয়ার প্যানেলে আসতে পারে নতুন ধরনের ‘ক্যামেরা বাম্প’, যা iPhone-এর ডিজাইনে নতুনত্ব এনে দেবে। যদিও ক্যামেরা সেটআপ কেমন হতে পারে তা নিয়ে প্রায় কোনও জল্পনাই এখনও জমাট বাঁধতে পারেনি। তবে Apple Hub-এর সৌজন্যে কিছু স্পেসিফিকেশন আপাতত নেট মাধ্যমে বেশ প্রচলিত। সেখানে দেখা যাচ্ছে, এই লাইনআপে থাকতে পারে সাধারণ iPhone 15 এবং iPhone 15 Plus। এতে থাকতে পারে ৬.১ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লেগুলিতে ২.৫ডি গ্লাসে তৈরি নতুন ‘ডায়নামিক আইল্যান্ড ডিজাইন’ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
ফটোগ্রাফির ক্ষেত্রে, iPhone 15 এবং iPhone 15 Plus-এ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী প্রজন্মের iPhone লাইনআপের Non-Pro মডেলগুলি ৬ জিবি র্যারম এবং এ১৬ বায়োনিক চিপসেট দ্বারা চালিত হতে পারে। এতে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে, যা iPhone 14 সিরিজের মডেলগুলির মতো লাইটনিং স্পিড সক্ষম হতে পারে।
মনে করা হচ্ছে iPhone 15 Pro-তেও ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে, যা আকারের দিক থেকে স্ট্যান্ডার্ড iPhone 15-এর মতোই হবে হয়তো। আর iPhone 15 Pro Max-এ থাকতে পারে ৬.৭ ইঞ্চি স্ক্রিন। হাই-এন্ড Apple iPhone 15 Ultra মডেলটি ২,৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করতে পারে বলে শোনা যাচ্ছে। iPhone 15 লাইনআপের নতুন ‘Ultra’ মডেলটি টপ-অফ-দ্য-লাইন Pro Max মডেলটিকে প্রতিস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।