TRENDING:

Knowledge Story: রাস্তায় আঁকা থাকে নানা রঙের রেখা! কোনটার কি অর্থ, জানেন? অবাক হবেন

Last Updated:

Knowledge Story: যেকোনও বড় রাস্তায় কিছু নির্দেশ দেওয়া থাকে। সাধারণত চিহ্ন বা সঙ্কেতের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয় গাড়ির চালকদের উদ্দেশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাস্তায় চলার সময় সতর্ক থাকা খুব জরুরি। যিনি গাড়ি চালাচ্ছেন তাঁকে যেমন চোখ কান খোলা রাখতে হবে, যিনি হেঁটে চলেছেন, তাঁকেও মেনে চলতে হবে সমস্ত আইন-কানুন। যেকোনও বড় রাস্তায় কিছু নির্দেশ দেওয়া থাকে। সাধারণত চিহ্ন বা সঙ্কেতের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয় গাড়ির চালকদের উদ্দেশে। সেই সঙ্কেত বোঝার পরীক্ষাও দিতে হয়, তবেই মেলে গাড়ি চালানোর অনুমতি। কিন্তু সাধারণ মানুষ অনেক সময়ই জানেন না এই সব নিয়ম। রাস্তার গায়ে আঁকা নানা রঙের রেখা, ঠিক কী বলতে চায় আমাদের, দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement

ভাঙা ভাঙা সাদা রেখা—

সাধারণত দু’টি লেন-যুক্ত হাইওয়ের মাঝখানে বিভাজিকা রেখা হিসেবে আঁকা থাকে ভাঙা ভাঙা সাদা রেখা। এর অর্থই হল, ওই রেখার দু’দিকে দ্বিমুখী গাড়ি যাতায়াত করে। যেকোনও চালকের উচিৎ সব সময় বাঁ দিক চেপে গাড়ি চালানো। তবে যেখানে এমন ভাঙা রেখা রয়েছে, সেখানে সব দিক বিবেচনা করে তিনি চাইলে ডানদিক চেপে ওভারটেক করতে পারেন সামনের গাড়িকে।

advertisement

হ্যাজার্ড ওয়ার্নিং রেখা—

এটি দুর্ঘটনা-প্রবণ এলাকাকে চিহ্নিত করে। সাধারণত রাস্তার মোড় বা তার কাছাকাছি এলাকায় এটা থাকে। এই রেখাও ভাঙা সাদা রেখা, তবে আকারে দীর্ঘ। দু’টি রেখার মধ্যে ফাঁকও কম হবে।

আরও পড়ুন: ব্রা কেনার আগে জেনে নিন এই গোপন তথ্য! সঠিক মাপ কীভাবে বুঝবেন? B,C,D-র তফাত কী?

advertisement

নিরবচ্ছিন্ন সাদা রেখা—

এটিও রাস্তার দু’টি লেনকে বিভক্ত করে দেখায়। তবে এমন রেখা থাকলে কোনও ভাবেই চালক সেই রেখা টপকে ডানদিক দিয়ে ওভারটেক করতে পারবেন না।

নিরবচ্ছিন্ন হলুদ রেখা—

এমনই রেখা হলুদ রঙের হলে বুঝতে হবে ওই এলাকায় ওভারটেক করার অনুমতি নেই। এমন হলুদ রেখা টপকে গেলে শাস্তি হতে পারে।

advertisement

দু’টি হলুদ বা সাদা রেখা—

এই ধরনের রেখা অতিক্রম করে যাওয়াও শাস্তিযোগ্য অপরাধ।

নিরবচ্ছিন্ন এবং ভাঙা রেখা—

পাশাপাশি এমন দু’টি রেখা থাকলে বুঝতে হবে দু’পাশের রাস্তায় দু’রকম নিয়ম। যেদিকে ভাঙা রেখা রয়েছে, সেদিকে গাড়ি চাইলে রেখা টপকে ওভারটেক করতে পারে। কিন্তু যেদিকে নিরবচ্ছিন্ন রেখা টানা, সেদিকের গাড়ি তা পারে না।

advertisement

ট্রাফিক লেন লাইন—

চওড়া হাইওয়ে-তে এমন রেখা দেখা যায়। এগুলি রাস্তার একেবারে মাঝখানে থাকা রেখার চেয়ে একটু ছোট এবং সরু হয়ে থাকে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Knowledge Story: রাস্তায় আঁকা থাকে নানা রঙের রেখা! কোনটার কি অর্থ, জানেন? অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল