TRENDING:

Mirror Effect: সেলফি হোক নিখুঁত, দেখে নিন স্মার্টফোনের সেলফি ক্যামেরার মিরর এফেক্ট বন্ধ করার উপায়

Last Updated:

Mirror Effect: আসলে সেলফি ক্যামেরা থেকে সরাসরি ছবি না পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ খুব কম মানুষই জানেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্মার্টফোন বর্তমান সময়ে শুধু মানুষের সঙ্গে কথা বলার জন্য নয়, ছবি ও ভিডিও তৈরি করার জন্যও ব্যবহৃত হয়। অনেকেই স্মার্টফোন পছন্দ করেন শুধুমাত্র ক্যামেরার মানের কারণে। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ক্রমাগত এটিকে উন্নত বৈশিষ্ট্য সহ লঞ্চ করছে। কিন্তু কেউ কি কখনও ভেবে দেখেছেন, কেন সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবি সোজা হয় না? কিন্তু ইউজাররা সরাসরি ছবি তোলার জন্য ক্যামেরা সেট করতে পারেন।
জানুন সেরা উপায়
জানুন সেরা উপায়
advertisement

আসলে সেলফি ক্যামেরা থেকে সরাসরি ছবি না পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ খুব কম মানুষই জানেন। কিছু লোক আছেন যাঁরা এমনকী এটাও জানেন না যে, তাঁরা এই মিরর এফেক্ট বন্ধ করতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

এই কারণে সেলফি ক্যামেরার ছবি সরাসরি আসে না -

সেলফি ক্যামেরার ছবি সবসময় বিপরীত হয়। অনেক সময় লোকেরা বিভিন্ন অ্যাপের সাহায্যে এটি সোজা করার চেষ্টা করেন। সোজা ছবি না পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ক্যামেরার মিরর ইফেক্ট। ঘরে উপস্থিত আয়নায় আমরা নিজেকে যখন দেখি, তখন আমাদের প্রতিফলন সরাসরি দেখা যায় না। একইভাবে স্মার্টফোনে সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিও সোজা নয়। আয়না পরিবর্তন করতে না পারলেও, কিন্তু স্মার্টফোনে এটি খুব সহজেই নিষ্ক্রিয় করা যায়।

advertisement

আরও পড়ুন: ৬ আসনের সবকটিতে জয়, পঞ্চায়েতের আগে বামেদের জয়জয়কার!

এক নজরে দেখে নেওয়া যাক মিরর এফেক্ট বন্ধ করার উপায় -

- যে কোনও স্মার্টফোনে এটি নিষ্ক্রিয় করতে, প্রথমে ক্যামেরা খুলতে হবে।

- এর পরে, সেলফি ক্যামেরা চালু করতে হবে এবং সেটিংসে ক্লিক করতে হবে।

- ক্যামেরা সেটিংসে যাওয়ার পরে, এটি নিষ্ক্রিয় করার জন্য মিরর অপশন টাইপ করতে হবে।

advertisement

- যদি এটি সরাসরি সেটিংসে দৃশ্যমান না হয় তবে এর জন্য অ্যাডভান্স সেটিংসে ক্লিক করতে হবে।

আরও পড়ুন: ভুল করে মুছে ফেলা মেসেজও উদ্ধার হবে নিমেষে! WhatsApp-এ নতুন ফিচার

- এর পরে, ফিলিপ সেলফিতে ক্লিক করে এটি চালু বা বন্ধ করা যেতে পারে।

- অফ করার পর ইউজারদের তোলা সব ছবি সরাসরি চলে আসবে।

advertisement

স্মার্টফোনে মিরর এফেক্ট কেন গুরুত্বপূর্ণ -

স্মার্টফোনে মিরর এফেক্ট সেটিং রাখার পেছনে বিশেষ কোনও বড় কারণ নেই। সাধারণত শুরু থেকেই মানুষ আয়নায় তাকালে নিজেকে উল্টো দেখতে পায়। এই কারণে, স্মার্টফোন নির্মাতা এই মিরর এফেক্ট দেয়। আসলে, সেলফি ক্যামেরায় ছবি তোলার সময় লোকেরা এটিকে অদ্ভুত মনে করে না, এটিও একটি কারণ হতে পারে। এছাড়া ছবি তোলার সময়ও মানুষ অনেক সুবিধা পায়। ইউজাররা নিজেদের ইচ্ছে মতো যে কোনও সময় এটি চালু বা বন্ধ করতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Mirror Effect: সেলফি হোক নিখুঁত, দেখে নিন স্মার্টফোনের সেলফি ক্যামেরার মিরর এফেক্ট বন্ধ করার উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল