জিও প্রাইম মেম্বরশিপের জন্য মাত্র ৯৯ টাকা দিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে গ্রাহকদের ৷ এরপর প্রতি মাসে খরচ হবে ৩০৩ টাকা করে ৷ অর্থাৎ দিন প্রতি ১০ টাকা খরচ করলেই ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত জিও-র ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট, মিডিয়া সার্ভিস সব আনলিমিটেড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷
advertisement
তবে এছাড়াও যে গ্রাহকদের জন্য জিও যে আরেকটি আরেকটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে তা জানেন কী ? নতুন অফারে জিও প্রাইম গ্রাহক হলেই ৫০ টাকা ক্যাশব্যাক দেবে সংস্থা ৷ বিনামূল্যে পরিষেবার পর গ্রাহক ধরে রাখতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে ৷
এই পরিষেবাটি পাওয়ার জন্য আপনার স্মার্টফোনে জিও মানি অ্যাপের মাধ্যমে ৯৯ টাকা দিয়ে জিও প্রাইমের সাবস্ক্রিপশন করুন৷ ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে ৷ এর দু’দিন পর জিও মানি ভাউচার কোড পেয়ে যাবেন এসএমএস-এর মাধ্যমে ৷ এই কোড দিতেই আপনার জিও ওয়ালেটে ঢুকে যাবে ৫০ টাকার ডিসকাউন্ট ভাউচার ৷ এই ভাউটারটি ২৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত ব্যবহার করা যাবে ৷ ভাউচারটি পাওয়ার পর যে টাকার রিচার্জ করতে চান তা থেকে ৫০ টাকা কম দিলেই হবে ৷
যে কোনও প্ল্যানে রিচার্জ করলেই পেয়ে যাবেন এই ডিসকাউন্ট ৷ কিন্তু একজন গ্রাহক প্রথম পাঁচটি রিচার্জের জন্য এই অফারটি পাবেন ৷ ১৫ মার্চ থেকে এই অফারটি দেওয়া হচ্ছে ৷ তবে আপনি যদি এখনও রিচার্জ না করে থাকেন তাহলে করে নিন শীঘ্রই কারণ এই অফার কিন্তু লিমিটেড৷