iQoo Neo 6 ৫G ফোনের ৮ GB র্যাম ও ১২৮ GB ইন্টারনাল স্টোরেজ মডেল অ্যামাজনে ২৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় iQoo Neo 6 ৫G ফোনের এই মডেলের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। অর্থাৎ গ্রাহকরা এখন এই ফোনের উপরে ৫,০০০ টাকার আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন।
আরও পড়ুন: ৯০০ টাকার কমে দেশে এল অত্যাধুনিক ইয়ারবাড! স্টাইল আর প্রযুক্তির এই মেলবন্ধন মন কাড়বেই!
advertisement
এছাড়াও গ্রাহকরা অ্যামাজনে iQoo Neo 6 ৫G ফোনের উপরে ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পেতে পারেন। পাশাপাশি এখানে বেশ কিছু ব্যাঙ্কের অফারও দেওয়া হচ্ছে।
iQoo Neo 6 ফোনে ব্যবহার করা হয়েছে ৩৬০Hz টাচ স্যাম্পলিং রেট সহ একটি ৬.৬২ ইঞ্চির ফুল-এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) E4 AMOLED ডিসপ্লে।
আরও পড়ুন: এপ্রিল মাসে লঞ্চ, কেমন হতে চলেছে Samsung, Poco, Vivo, Asus-এর নয়া স্মার্টফোন?
এছাড়াও, iQoo Neo 6 স্মার্টফোনটিতে ১২ GB পর্যন্ত RAM এবং Snapdragon ৮৭০ প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য, iQoo Neo 6 ফোনে ৬৪ MP প্রাথমিক ক্যামেরা, ৮ MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। এছাড়াও iQoo Neo 6 ফোনের পিছনে ২ MP ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
সেলফির জন্য, iQoo Neo 6 ফোনের সামনে একটি ১৬ MP ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ৮০W ফ্ল্যাশচার্জ সাপোর্ট সহ একটি ৪৭০০mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি ১২ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।