TRENDING:

iPhone 13 And iPhone 12 Sale On Flipkart: আইফোন-এর শখ? Flipkart যা ছাড় দিচ্ছে ভাবতেও পারবেন না, দেখুন

Last Updated:

জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart-এ iPhone 13 পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: iPhone 13 ও iPhone 12 পাওয়া যাচ্ছে কম দামে। জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart-এ iPhone 13 পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে। iPhone 13 প্রায় ৫,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart-এ।
advertisement

iPhone 13-এর আসল দাম হল প্রায় ৭৯,৯০০ টাকা। কিন্তু জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart-এ iPhone 13 পাওয়া যাচ্ছে মাত্র ৭৪,৯০০ টাকায়। এছাড়াও জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart-এ iPhone 13-এর ওপরে পাওয়া যেতে পারে আরও ১৮,৮৫০ টাকার ছাড়। কারণ জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart-এ iPhone 13-এর ওপরে দেওয়া হচ্ছে এক্সচেঞ্জ অফার, ক্যাশব্যাক অফার এবং অতিরিক্ত ডিসকাউন্ট।

advertisement

আরও পড়ুন- আইফোন ইউজারদের জন্য অ্যাপল তৈরি করেছে ওটিপি, জেনে নিন বিশদে!

Flipkart-এ iPhone 13 এর ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি মডেলের ওপরে পাওয়া যাচ্ছে এই ধরনের ছাড়। এর ফলে Flipkart-এ iPhone 13 পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে। এছাড়াও ভারতে আইফোনের স্টোরেও iPhone 13 পাওয়া যাচ্ছে কম দামে।

advertisement

জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart এ iPhone 13 এর ওপরে ছাড় -

জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart-এ iPhone 13-এর ওপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড় এবং বিভিন্ন ধরনের অফার। Flipkart-এ iPhone 13-এর ওপরে দেওয়া হচ্ছে প্রায় ৫০০০ টাকার ছাড়।

এছাড়াও Flipkart-এ iPhone 13-এর ওপরে দেওয়া হচ্ছে প্রায় ১৮,৮৫০ টাকার এক্সচেঞ্জ অফার, ক্যাশব্যাক অফার এবং অতিরিক্ত ছাড়। এর ফলে Flipkart-এ iPhone 13-এর ১২৮ জিবির দাম প্রায় ৭৪,৯০০ টাকা, iPhone 13-এর ২৫৬ জিবির দাম প্রায় ৮৪,৯০০ টাকা এবং iPhone 13-এর ৫১২ জিবির দাম প্রায় ১,০৪,৯০০ টাকা।

advertisement

Flipkart-এ iPhone 13-এর ওপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। ফোনের ওপরে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের মূল্য।

ভারতের আইফোনের স্টোরে iPhone 13-এর ওপরে ছাড় -

অ্যাপল ইন্ডিয়া স্টোরে iPhone 13 পাওয়া যাচ্ছে প্রায় ৫১,০০০ টাকায়। এছাড়া iPhone 12 এক্সচেঞ্জে পাওয়া যাচ্ছে ৩১,১২০ টাকার ছাড়। iPhone 11 Pro Max এক্সচেঞ্জে পাওয়া যাচ্ছে ৩৬,৪৮৫ টাকার ছাড় এবং iPhone XR এক্সচেঞ্জে পাওয়া যাচ্ছে মাত্র ১৫,৬৮৫ টাকার ছাড়।

advertisement

আরও পড়ুন- Apple ভারতে লঞ্চ করতে চলেছে নতুন আইফোন এবং আইপ্যাড ! জানুন দাম ও ফিচার

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পাওয়া যাচ্ছে প্রায় ৬,০০০ টাকার ক্যাশব্যাক অফার। এর মধ্যে রয়েছে ICICI, Kotak এবং SBI ব্যাঙ্কের কার্ড।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone 13 And iPhone 12 Sale On Flipkart: আইফোন-এর শখ? Flipkart যা ছাড় দিচ্ছে ভাবতেও পারবেন না, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল