TRENDING:

Gmail Multiple Inbox: সাজানো থাক এক জায়গায়, একনজরে দেখে নিন জিমেলের মাল্টিপল ইনবক্স ফিচার ব্যবহার করার উপায়

Last Updated:

Gmail Multiple Inbox: একনজরে দেখে নেওয়া যাক জিমেলের এই মাল্টিপল ইনবক্স ফিচার ব্যবহার করার উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিমেল হল গুগলের একটি জনপ্রিয় ই-মেল প্ল্যাটফর্ম। জিমেলের একটি উল্লেখযোগ্য ফিচার হল মাল্টিপল ইনবক্স। এই ফিচার ইউজারদের বিভিন্ন কাজ করার অনুমতি দেয়। এর মাধ্যমে ইউজাররা দরকার মতো কাস্টম ইনবক্স বিভাগ তৈরি করতে পারেন, যা পরিচালনা করা সহজ। এক নজরে দেখে নেওয়া যাক জিমেলের এই মাল্টিপল ইনবক্স ফিচার ব্যবহার করার উপায়।
এক নজরে দেখে নিন জিমেলের মাল্টিপল ইনবক্স ফিচার ব্যবহার করার উপায়
এক নজরে দেখে নিন জিমেলের মাল্টিপল ইনবক্স ফিচার ব্যবহার করার উপায়
advertisement

অ্যাক্সেস জিমেল সেটিংস –

– একটি ওয়েব ব্রাউজারে নিজেদের জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে।

– এরপর উপরের ডান কোণে থাকা গিয়ার আইকনে ক্লিক করতে হবে এবং ‘see all settings’ সিলেক্ট করতে হবে।

নেভিগেট মাল্টিপল ইনবক্স সেকশন –

– সেটিংস মেনুতে থাকা ‘Advanced’ ট্যাবে ক্লিক করতে হবে।

– ‘Multiple Inboxes’ সেকশন খুঁজে পেতে স্ক্রল ডাউন করতে হবে।

advertisement

এনেবল মাল্টিপল ইনবক্স সেকশন –

– এই ফিচারটি সক্রিয় করতে মাল্টিপল ইনবক্স বিভাগের অধীনে থাকা ‘Enable’ অপশনে ক্লিক করতে হবে।

কনফিগার মাল্টিপল ইনবক্স সেকশন –

– একবার এনেবল হলে, ইউজাররা মাল্টিপল ইনবক্সের জন্য বিকল্পগুলির একটি সেট দেখতে পাবেন।

– এরপর ইউজাররা যে অতিরিক্ত ইনবক্স চান তার সংখ্যা নির্ধারণ করতে পারবেন (৫ পর্যন্ত)।

advertisement

– প্রতিটি অতিরিক্ত ইনবক্সের জন্য একটি সার্চ কোয়ারি সিলেক্ট করতে হবে।

আর পড়ুন-    চুমুক দিলেই কমবে তলপেটের মেদ! সকালে ঠিক ‘এই’ ভাবে পান করুন ‘ম্যাজিক ওয়াটার’, রোগা হবেন ৭ দিনে

সেট সার্চ কোয়ারিস –

– ইউজাররা নিজেদের পছন্দের উপর ভিত্তি করে সার্চ কোয়ারি সেট করতে পারবেন। উদাহরণস্বরূপ, ইউজাররা লেবেলযুক্ত ই-মেলের জন্য একটি ইনবক্স তৈরি করতে পারে “Work” “Personal” এবং নির্দিষ্ট পরিচিতি থেকে।

advertisement

– এরপর ইউজারদের জিমেলের সার্চ অপারেটর ব্যবহার করতে হবে (যেমন, “লেবেল:ওয়ার্ক,” “from:john.doe”)।

আর পড়ুন-    পুরুষরা সাবধান! ‘এই’ ৫ অভ্যাস আজই না ছাড়লে ‘সর্বনাশ’ তো হবেই, মাশুল গুনতে হবে সারাজীবন ধরে

সেভ চেঞ্জেস –

– একাধিক ইনবক্স কনফিগার করার পরে সার্চ করতে হবে। এর জন্য নিচে স্ক্রল করতে হবে এবং “Save Changes” অপশনে ক্লিক করতে হবে৷

advertisement

ভিউ মাল্টিপল ইনবক্স –

– নিজেদের জিমেলের ইনবক্সে ফিরে যেতে হবে এবং ডান দিকে মাল্টিপল ইনবক্স বিভাগ দেখা যাবে।

– প্রতিটি বিভাগ নিজেদের সার্চ কোয়ারির মতো করে সাজানো থাকবে।

ডিসপ্লে ডেনসিটির সামঞ্জস্য –

– ইনবক্স বিভাগগুলির ডিসপ্লে ডেনসিটি কাস্টমাইজ করতে হবে, উপরের ডানদিকের কোণে থাকা গিয়ার আইকনে ক্লিক করে “Display Density” সিলেক্ট করতে হবে। এরপর এর মধ্যে থেকে নিজেদের পছন্দের লেআউট খুঁজে পেতে Comfortable, Cozy এবং Compact-এর মধ্যে থেকে যে কোনও একটি সিলেক্ট করতে হবে।

শেষ কাজ –

– সেকশনের মধ্যে ই-মেলগুলিকে শ্রেণীবদ্ধ করতে টেনে এনে ড্রপ ডাউন করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

– এরপর জিমেলের লেবেল এবং ফিল্টার ব্যবহার করতে হবে নির্দিষ্ট বিভাগে ই-মেল সাজাতে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Gmail Multiple Inbox: সাজানো থাক এক জায়গায়, একনজরে দেখে নিন জিমেলের মাল্টিপল ইনবক্স ফিচার ব্যবহার করার উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল